ভারতের রাষ্ট্রপতি (President)

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারত বর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশ । প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য হলো দেশের শাসনতান্ত্রিক প্রধান সাধারণ জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবেন । ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি কে নির্বাচিত করেন কেন্দ্রীয় ও রাজ্য আইনসভার সকল নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন মন্ডলী ইলেক্টোরাল কলেজ । ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি হলো " এক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব " Proportional Representation by means of single transferable vote ভারতীয় সংবিধানের 54 ও 55 নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন বিষয়ে উল্লেখিত হয়েছে । রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে ইচ্ছুক ব্যক্তিরা প্রার্থীপদ ইলেকটোরাল কলেজের অন্তত 50 জন সদস্য দ্বারা সমর্থিত হতে হয় । 


ভারতের রাষ্ট্রপতি 


(কে)  রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স হলো 35 বছর । এবং রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল পাঁচ বছর । রাষ্ট্রপতি ইচ্ছা করলে পরবর্তী ট্রাম এর জন্য নির্বাচনে আবার প্রার্থী হতে পারেন । আজ পর্যন্ত মাত্র একজন ভারতীয় রাষ্ট্রপতি পরপর দুটি টার্ম  রাষ্টপতির পদ অলংকৃত করেছিলেন, তিনি হলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ । স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি । মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি ইচ্ছা করলে নিজের পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন উপরাষ্ট্রপতির কাছে । 

(খ)  রাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি । ভারতীয় সংবিধানের 60 নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকে নির্বাচন কমিশন । রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে কোন বিবাদের ক্ষেত্রে সুপ্রিমকোর্টের মতামত চূড়ান্ত বলে বিবেচিত হয় । 

(গ)  ভারতীয় সংবিধানের 61 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কাজ করেছেন কেবলমাত্র এই অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারণ ইমপিচমেন্ট করা যেতে পারে । ইমপিচমেন্ট এর প্রস্তাব উত্থাপিত হতে পারে লোকসভা ও রাজ্যসভার যে কোন একটিতে । রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট এর প্রস্তাব আইনসভার কোন একটি কক্ষে উত্থাপন করতে গেলে প্রস্তাবটির পক্ষে সংশ্লিষ্ট কক্ষে ন্যূনতম 25 শতাংশ সাংসদের স্বাক্ষর এর প্রয়োজন হয় । ইমপিচমেন্ট এর প্রস্তাব উত্থাপনের 14 দিন আগে এই বিষয়ে নোটিশ দিতে হয় । এই প্রস্তাবটি যদি সংসদের উচ্চ এবং নিম্ন উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংসদ দ্বারা সমর্থিত হয় তাহলে রাষ্ট্রপতি বরখাস্ত হবেন । আজ পর্যন্ত কোন রাষ্ট্রপতি বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপন হয়নি । বিধান সভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্টের বিষয়টি এদের এক্তিয়ারের বহির্ভূত । সংসদের মনোনীত সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্টের প্রস্তাব পাস করার জন্য যে ভোটাভুটি হয় সেখানে এদের ভোটাধিকার আছে । 

(ঘ)  জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদত্ত হয়েছে রাস্ট্রপতির হাতে ।


রাষ্ট্রপতির ক্ষমতা 


সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করা, জরুরি অবস্থা জারি, কন্টিনজেন্সি ফান্ডের রক্ষণাবেক্ষণ, বিভিন্ন সাংবিধানিক উচ্চপদ প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, রাজ্যপাল হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সিএজি, নির্বাচন কমিশনার এবং ইউ .পি .এস .সি সদস্য ও চেয়ারম্যান যোগ্যব্যক্তি নিয়োগ , রাজ্যসভার 12 জন মনোনীত সদস্য মনয়ন যুদ্ধ ও যুদ্ধবিরতি ঘোষণা । যদি রাষ্ট্রপতি মনে করেন লোকসভায় অ্যাংলো-ইন্ডিয়ান কমিউনিটি যথেষ্ট প্রতিনিধিত্ব পাইনি তাহলে তিনি লোকসভার দুটি আসনে নিজের মনোনীত দুজন অ্যাংলো-ইন্ডিয়ান কে লোকসভার সাংসদ পদ দিতে পারেন । ভারতীয় সংবিধানের 333 নং ধারা 


রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ক্ষমতা 


ভারতের রাষ্ট্রপতি সংসদের সদস্য নন কিন্তু তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ রাষ্ট্রপতির আইনসভা সংক্রান্ত দায়িত্ব সংসদের অধিবেশন আহ্বান অধিবেশনের সমাপ্তি ঘোষণা সংসদের উভয় পক্ষকে আলাদাভাবে একসাথে সম্মানিত করা লোকসভা নির্বাচনের পর নবগঠিত লোকসভা কে সম্বন্ধিত করা প্রধানমন্ত্রীর সুপারিশে লোকসভা ভেঙে দেওয়া রাজ্যসভার 12 জন সাংসদকে মনয়ন করা বিশেষ ক্ষেত্রে লোকসভার দুজন অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধিকে মনোনয়ন । কোনও বিল আইনসভার উভয়পক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে যায় তার স্বাক্ষর লাভের জন্য । রাষ্ট্রপতি স্বাক্ষর ব্যতিরেকে আইনসভার উভয় কক্ষের অনুমোদিত কোন বিল আইনের স্বীকৃতি লাভ করতে পারে না । অর্থবিল ছাড়াও অন্য যে কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে বিলটি স্বাক্ষর প্রদানের আগে পুনর্বিবেচনার জন্য আইনসভার প্রেরণ করতে পারেন । কিন্তু পুনর্বিবেচনার পর বিলটি পরিবর্তিত বা অপরিবর্ত যে রূপে ফিরে আসুক না কেন রাষ্ট্রপতি তাতে সাক্ষরদানে বাধ্য থাকেন । অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি  পুনর্বিবেচনার জন্য বিলটিকে আইন সভায় প্রেরণ করতে পারেন না ।অর্থ বিলের ক্ষেত্রে বিলটি আইন সভায় অনুমোদন লাভের পর রাষ্ট্রপতি কাছে এলে রাষ্ট্রপতি অবিলম্বে বিলটিতে সাক্ষর দানে বাধ্য থাকেন । সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন । কিন্তু পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে শুরু হওয়ার ছয় সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্স টিকে আইনসভার অনুমোদন লাভ করতে হয় । সংসদের পরবর্তী অধিবেশন শুরুর ছ'সপ্তাহের পেরিয়ে যাওয়ার পরও যদি কোন ও কারণে অর্ডিন্যান্স টি আইনসভার অনুমোদন লাভ না করে তাহলে রাস্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্সটি তার প্রয়োগ-যোগ্যতা / স্বীকৃতি / বৈধতা হারায় । 


রাষ্টপতির বিচারবিভাগীয় ক্ষমতা 


ফৌজদারি মামলায় ভারতের সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন । হ্রাস করতে পারেন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে দণ্ডিতকে ক্ষমা করতে বা অন্য কোন দন্ড দিতে পারেন 72 নম্বর ধারায় । 

যদি কোনও সময় রাষ্ট্রপতির মনে হয় যে আইন সংক্রান্ত এমন কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে অথবা উত্থাপিত হতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করার প্রয়োজন আছে, তাহলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে পারেন উক্ত বিষয়ে তাদের মতামত জানাতে সংবিধানের 143 1 নং ধারায়  । 

ভারতের রাষ্ট্রপতি আইন প্রণয়নের ক্ষেত্রে তার সাসপেন্সিভ ভেটো  পাওয়ার আজ পর্যন্ত একবার ব্যবহার করেছেন ভারতীয় ডাকঘর সংশোধনের ক্ষেত্রে । 


রাষ্ট্রপতি পরিচিতি একনজরে 


যোগ্যতা ও শর্তাদি --- 1) ভারতের নাগরিক (2) অন্তত 35 বছর বয়স (3) লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা (4) কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকার (5) 15000 টাকা জামানত হিসাবে জমা দিতে হবে (6) মনোনয়নপত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হবে এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হবে 

নির্বাচন করে -- কেন্দ্রীয় আইনসভা এবং বিধানসভা সমূহের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত এক বিশেষ নির্বাচন মন্ডলী ।

কার্যকাল --- 5 বছর , পূর্ণ নির্বাচিত হতে পারেন 

পদ শূন্য হয় -- 1) পদত্যাগ, 2) মৃত্যু, 3) ইমপিচমেন্ট ইত্যাদি কারণে ।

বেতন ও ভাতা --- বর্তমানের রাষ্ট্রপতির মাসিক বেতন দেড় লক্ষ টাকা এবং অবসরকালীন ভাতা বাৎসরিক 9 লক্ষ টাকা ।

ক্ষমতা ও কার্যাবলী

(1) শাসন সংক্রান্ত --- (ক) নিয়োগ সংক্রান্ত (খ) সামরিক, (গ) কূটনৈতিক (ঘ) তত্ত্বাবধায়ক 

(2) আইন সংক্রান্ত --- (কে) পার্লামেন্টের সদস্য মনোনয়ন (খ) পার্লামেন্টের অধিবেশন আহ্বান ইত্যাদি সংক্রান্ত (গ) বিলে সম্মতি প্রদান (ঘ) রাজ্য বিলে সম্মতি প্রদান (ঙ) সংবিধান সংশোধনী বিলে সম্মতি প্রদান (চ) জরুরি আইন জারি 

(3) বিচার সংক্রান্ত --- (কে) সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগ (খ) ক্ষমা প্রদর্শন (গ) অর্থসংক্রান্ত অর্থবিল ও বাজেট ব্যয় মজুরি দাবি, আকস্মিক ব্যয় ইত্যাদি সংক্রান্ত । 

 (4) জরুরি অবস্থা --- (কে) জরুরী আপৎকালীন অবস্থা (খ) রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা (গ) এবং আর্থিক সংকট অবস্থা ঘোষণা 


বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর 


1) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

ANS:  ডঃ রাজেন্দ্র প্রসাদ 

2) ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স কত বছর ? 

ANS:  35 বছর 

3) ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন ?

ANS:  উপরাষ্ট্রপতি 

4) সংসদ কর্তৃক কোন বিল অনুমোদিত হবার পর রাষ্ট্রপতি - 

ANS:  পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন 

5) ভারতের রাষ্ট্রপতি কি উপায়ে নির্বাচিত হন ?

ANS:  পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উচ্চকক্ষের নির্বাচিত সদস্য বৃন্দ নিয়ে গঠিত নির্বাচন মন্ডলী দ্বারা 

6) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন ?

ANS:  রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে ।

7) যে নির্বাচন মন্ডলী ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করে তার গঠিত হয় - 

ANS:  কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য গনের দ্বারা 

8) ভারতের রাষ্ট্রপতি কারা নির্বাচিত করেন ?

ANS:  এমপি এবং এমএলএ রা 

9) ভারতের রাষ্ট্রপতি কিসের প্রধান ?

ANS:  রাষ্ট্রের প্রধান 

10) ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?

ANS:  5 বছর 

11) বিশেষ ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দুজন প্রতিনিধিকে লোকসভার সাংসদ রূপে মনোনীত করতে পারেন ?

ANS:  anglo-indian 

12) সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন কে ?

ANS:  রাষ্ট্রপতি 

13) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের কোনও রাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন ?

ANS:  356 

14) মৌলিক অধিকার গুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে ?

ANS:  সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি 

15) কোন ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন ?

ANS:  রাষ্ট্রপতি 

16) ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে - 

ANS:  যুদ্ধ অথবা যুদ্ধের ভয়,  সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা,  আর্থিক অস্থিরতা 

17) পুরোটা শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যুত করা যায় ?

ANS:  সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা 


সম্ভাব্য প্রশ্ন উত্তর 


1) কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ?

ANS:  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 

2) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির  ইমপিচমেন্টের বিষয়টি আলোচিত হয়েছে ?

ANS:  61 নং ধারায় 

3) সংসদের অনুমোদন ব্যতিরেকে রাস্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স সাধারণত কত দিন কার্যকারী থাকে ?

ANS:  সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছয় সপ্তাহ পর্যন্ত 

4) রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবলমাত্র তখনই যখন 

ANS:  পার্লামেন্টের দুটি অধিবেশনের একটি অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশন শুরুর আগে মধ্যবর্তী সময়ে 

5) রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন - 

ANS:  প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশন 

6) রাষ্টপতির ভাষন প্রস্তুত করেন কে ?

ANS:  প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট 

7) রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ভিত্তি কি ?

ANS:  এক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব 

8) ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন যদি তিনি ওই মর্মে -

ANS:  ইউনিয়ন ক্যাবিনেট এর লিখিত পরামর্শ লাভ করে 

9) ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে -

ANS:  রাষ্ট্রপতি 

10) কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে সাক্ষর দানে বাধ্য থাকেন ?

ANS:  অর্থবিল বা মানি বিল 

11) আইনসভার দুটি কক্ষ থেকে পাশ হওয়ার পর যখন কোন বিল রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি - 

ANS:  বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইন সভায় পূর্ণ প্রেরণ করতে পারেন ।

12) রাষ্টপতির জারি করা জরুরি অবস্থা ঘোষণা কে কত দিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?

ANS:  জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে এক মাস এবং বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে দুমাস 

13) কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে আহ্বান করেন ?

ANS:  রাষ্ট্রপতি 

14) লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে ?

ANS:  প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি 

15) রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন যদি 

ANS:  একটি কক্ষের অনুমোদিত বিল অপরপক্ষ বাতিল করে দেয় (খ) কোন বিলের সংশোধনের বিষয়ে একটি কক্ষ যে মত দিয়েছে অপরপক্ষ সেটি মানতে নারাজ (গ) উভয় কক্ষের সংসদের নিয়ে একটি কমিটি নিযুক্ত করেন লোকসভার স্পিকার 

16) যখন কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তখন সেটা দূর করার জন্য - 

ANS:  রাষ্ট্রপতি দুটি কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান জানান 

17) সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি - 

ANS:  মানতে বাধ্য নন 

18) সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ শেষ বা অবসর গ্রহণের আগে - 

ANS:  রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন সংসদের রেকমান্ডেশন এ 

19) সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে ?

ANS:  রাষ্ট্রপতি 

20) সুপ্রিম কোর্টের কোন বিচারপতি যদি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার অথবা অবসর গ্রহণের আগে পদত্যাগ করতে চান তাহলে তাকে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করতে হবে ?

ANS:  রাষ্ট্রপতি 

21) যখন রাষ্ট্রপতি কোন রাজ্য শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপাল কে নিয়োগ করেন তখন তিনি প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?

ANS:  সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী 

22) ভারতের কোন অঙ্গ রাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে ?

ANS:  রাষ্ট্রপতি 

23) ভারতের কোনো অঙ্গরাজ্য রাজ্যপাল যদি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান , তাহলে তাকে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করতে হবে ?

ANS:  রাষ্ট্রপতি 

24) মুখ্য নির্বাচন কমিশনার কে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারেন 

ANS:  রাষ্ট্রপতি সংসদের সুপারিশে 

25) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে প্রার্থীর নাম প্রস্তাবিত হতে হয় - 

ANS:  50 জন নির্বাচক দ্বারা 

26) কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পরপর দুবার নির্বাচিত হন 

ANS:  ডঃ রাজেন্দ্র প্রসাদ 

27) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তা নিষ্পত্তি করে কে ?

ANS:  সুপ্রিম কোর্ট 

28) ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুজনই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন ?

ANS:  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 

29) নিম্নলিখিত দের মধ্যে কে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন ?

ANS:  ডক্টর এস রাধাকৃষ্ণাণ 

30) কোন কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে তা পূরণ করতে হয় কত মাসের মধ্যে ?

ANS:  ছয় মাসের মধ্যে 

31) কোন আধিকারিককে নিয়োগের ক্ষেত্রে রাষ্টপতির কোন ভূমিকা থাকে না ?

ANS:  জেলা জজ 

32) রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য কে মনোনীত করেন ?

ANS:  12 জন 

33) রাষ্ট্রপতি মাত্র একবার তার সাসপেন্সিভ ভেটো পাওয়ার প্রয়োগ করেছিলেন ?

ANS:  ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে 

34) কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ?

ANS:  নিলাম সঞ্জীব রেড্ডি 

35) কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?

ANS:  রাষ্ট্রপতি 

36) কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোন সদস্য রাষ্ট্রপতি হতে পারেন কিন্তু তাকে ?

ANS:  নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে পদত্যাগ করতে হয় 

37) ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন - 

ANS:  আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা 

38) কোন বিলে রাষ্ট্রপতির সম্মতি দিতে বাধ্য থাকেন ?

ANS:  অর্থবিল 

39) রাষ্ট্রপতি বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে কোনো কক্ষের কমপক্ষে কতজন এর সমর্থন প্রয়োজন ?

ANS:  25 শতাংশের সমর্থন প্রয়োজন 

40) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন কে ?

ANS:  প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি 


ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে সকল পরীক্ষার্থীদের কিছু ধারনা থাকা আবশ্যক। এই পোস্টটি তোমাদেরকে রাষ্ট্রপতি সম্পর্কে জানতে সাহায্য করবে। যদি এই পোস্টটি থেকে অল্প কিছু উপকার পেয়ে থাকো তো অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো । সম্পুর্ন পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ ।