সংবিধানের নির্দেশাত্মক নীতি ( Directive Principles )

The guiding principle of the constitution

ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার যে সাধু সংকল্প ঘোষিত হয়েছে, ভারতের সংবিধান প্রণেতাগণ মৌলিক অধিকারের অধ্যায়ে উক্ত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করতে পারেননি । সমকালীন ভারতের অর্থনৈতিক অবস্থার পরিপেক্ষিতে অভিপ্রেত ব্যবস্থা গ্রহন করা সম্ভব পর ছিল না । তাই মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় অধ্যায়ের ঠিক পরেই, জনকল্যাণকর রাষ্ট্র নির্মাণের সদিচ্ছার প্রকাশ জনিত একটি অধ্যায় রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতি ( Directive Principles of State Policy ) যুক্ত করা হয়েছে । এই অধ্যাায়ে প্রস্তাবনায়় ঘোষিত সকল প্রকার ন্যায় প্রতিষ্ঠার সংকল্পটিই বিভিন্ন নির্দেশ ও নীতির মাধ্যমে বিস্তারিতভাবে ব্যক্ত্ হয়েছে । অনেকের মতে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির চতুর্থ অধ্যায়টি এক হিসেবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার একটি বিশ্লেষিত অংশ । 


নির্দেশাত্মক নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য 


1) গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সার্বিক সামাজিক ও আর্থিক উন্নয়ন - অর্থাৎ " কল্যাণকর রাষ্ট্র " বা ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলায় নির্দেশক নীতির মূল লক্ষ্য । 

2) ভারতীয় সংবিধানের 42 তম সংশোধনীর মাধ্যমে নির্দেশাত্মক নীতি কে মৌলিক অধিকার এর তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হয়েছিল । 

3) নির্দেশাত্মক নীতি - নন জাস্টিসেবেল, অর্থাৎ প্রশাসন এটি না মানলে, আদালতের দ্বারস্থ হওয়া যাবে না ।

4) D.P.S.P are like a cheque on a bank, payable at the convenience of the bank " এই উক্তিটি করেছিলেন কে টি শাহ ।

5) 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিছু নতুন নির্দেশাত্মক নীতি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় সেগুলি হল (কি) শিল্পে শ্রমিকদের প্রশাসনে অংশগ্রহণের সুযোগ দান  (খ) পরিবেশ রক্ষা (গ) দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান ।


অর্থনৈতিক ও সামাজিক আদর্শের উপর প্রতিষ্ঠিত নির্দেশক নীতিসমূহ 


1) সকল নাগরিকের সুষ্ঠু জীবনধারণের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান ।

2) সম্পদ ও উৎপাদন ব্যবস্থার নিয়ন্ত্রণ এক শ্রেণীর মানুষের কুক্ষিগত যাতে না হয় তার প্রয়াস গ্রহণ এবং সম্পদ এবং কাঁচামালের সমবন্টন ।

3) নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই কাজের জন্য একই পারিশ্রমিক প্রদান ।

4) সমস্ত শ্রমিক এর জন্য সুস্থ ও সুন্দর জীবন এবং অবসর বিনোদনের ব্যবস্থা । 

(5) তরুণ এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সহজ প্রাপ্তির নিশ্চিতকরণ এবং তাদের শোষণের শিকার হওয়া থেকে রক্ষা করা । 

(6) কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ প্রদান এবং অসুস্থ বৃদ্ধ ও বেকারদের জন্য প্রশাসনের তরফে থেকে সাহায্য ও অনুদানের ব্যবস্থা । 


গান্ধীবাদী আদর্শের উপর প্রতিষ্ঠিত নির্দেশাত্মক নীতি সমূহ 


(1) গ্রাম-পঞ্চায়েত গঠন এবং স্বায়ত্তশাসন সংস্থা রূপে সক্রিয় হয়ে ওঠার জন্য তাদের ক্ষমতায়ন ।

(2) সমাজের দূর্বলতার অংশের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ ।

(3) কুঠির ও শিল্পায়ন 

(4) নেশাদায়ী ঔষধ ও পানিয় ও সেবন নিষিদ্ধকরণ ।

(5)  গরু এবং অন্যান্য দুগ্ধ প্রদানকারী পশুহত্যার নিষিদ্ধকরণ ।


উদারনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত নির্দেশাত্মক সমূহ 


(1) অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন 

(2) 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষা ।

(3) শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকী করণ ।

(4) আর্থিকভাবে পশ্চাত্পদ শ্রেণীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা ব্যবস্থা ।

(5) বৈজ্ঞানিক উপায়ে কৃষি ও পশুপালন এর উন্নয়ন ।

(6) কারখানার প্রশাসনের সিদ্ধান্তে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ । 

(7) বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ঐতিহাসিক ও নান্দনিক সৌন্দর্যের উজ্জ্বল সৌদ এবং স্থাপত্য সংরক্ষণ ।


বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর


(1) ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতি কোন পার্টির অন্তর্ভুক্ত ?

ANS:  পার্ট 4 

(2) সংবিধানের কোন অংশে " কল্যাণকারী রাষ্ট্র " এর ধারণাটি মূর্ত হয়েছে ? 

ANS:  নির্দেশাত্মক নীতি 

(3) রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ - 

ANS:  আদালতে বিচার যোগ্য নয় 

(4) কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারনাটি গ্রহণ করা হয়েছে ?

ANS:  আয়ারল্যান্ডের সংবিধান থেকে 


সম্ভাব্য প্রশ্ন উত্তর 


(1) রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতি গুলি উদ্দেশ্য হলো কি ?

ANS:  সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ সুগম করা 

(2) নির্দেশাত্মক নীতি অনুসারে রাষ্ট্র সমস্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে কত বছর বয়স পর্যন্ত ?

ANS:  14 বছর বয়স পর্যন্ত 

(3) নিম্নের কোনটি একটি নির্দেশাত্মক নীতি ?

ANS:  পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে ।

(4) সংবিধানের 42 তম সংশোধনীর মাধ্যমে কটি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয় ?

ANS:  তিনটি 

(5) রাষ্ট্রপরিচালনার নির্দেশাত্মক নীতি গুলি রূপায়ণ নির্ভর করে কিসের উপর ?

ANS:  সরকারের প্রাপ্ত সম্পদ ও আর্থিক সামর্থের উপর 

(6) ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে কোন দেশের সংবিধানে বর্ণিত একই ধরনের ধারণা মিল রয়েছে ?

ANS:  আয়ারল্যান্ডের সংবিধানের 

(7) রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি গুলি রূপায়ণ না মানলে কোথায় আবেদন করা যায় ?

ANS:  কোথাও না 

(8) নিম্নলখিত বিষয় গুলির মধ্যে কোনটি নির্দেশাত্মক নীতির ধীর রূপায়ণের জন্য দায়ী ?

ANS:  সম্পদের অভাব, সদিচ্ছার অভাব ও দেশের বিশালতা 

(9) কোন মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দান করে যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি একে অপরের সহায়ক ? 

ANS:  বেরুবাড়ী মামলা