কোল বিদ্রোহ

Kola bidroha
 

বিহারের অন্তর্গত ছোটনাগপুরে গুঁরাও,মুন্ডা,হো ইত্যাদি কোল সম্প্রদায়ের লোকেরা বাস করতেন । চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর কোল উপজাতির উপর জমিদার ও মহাজনদের অত্যাচার বৃদ্ধি পেলে কোলরা বিদ্রোহের পথে যায় । 


কোল বিদ্রোহ (1820 - 1832) 


1820 থেকে 1821 খ্রিস্টাব্দে পোড়া হাটের জমিদার ও ইংরেজ সেনাপতি রওসেজ এর বিরুদ্ধে চাইবাসার যুদ্ধে কোলরা পরাস্ত হয় । 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে কোলরা পুনরায় বিদ্রোহ ঘোষণা করে । বুদ্ধ ভগৎ, জয়া ভগত, বিন্দ্রাই সাঙ্কি, সুইমুন্ডা প্রমুখ এই বিদ্রোহের নেতা ছিলেন । মানভূম, সিংহভূম, রাঁচি, হাজারীবাগ, পালামৌ, ছোটনাগপুর ইত্যাদি স্থান এই বিদ্রোহের কেন্দ্র ছিল । কোলরা বহিরাগতদের 'দিকু' বলত ।  লর্ড বেন্টিং এর নির্দেশে ক্যাপ্টেন উইলকিনসন কোলদের পরাস্ত করেন । কোলদের শান্ত করতে সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেন । কোল বিদ্রোহের বিস্তৃত বিবরণ জানা যায় জগদীশ চন্দ্র ঝা এর লেখা 'দ্য কোল রেবেলিয়ান' লেখা কোন গ্রন্থ থেকে ।