মুণ্ডা বিদ্রোহ

Munda Rebellion

ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় মুন্ডা আদিবাসীরা বাস করত । মুন্ডা কথার অর্থ গ্রাম প্রধান । মুণ্ডারা তাদের পূর্বপুরুষদের বলতো খুন্দ কটিদার এবং তাদের দখল করা জমি কে বলতো খুদকন্টি । 


মুন্ডা বিদ্রোহ (1899-1900) 


মুন্ডা নেতা বীরসামুন্ডা 1899-1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন । রাঁচির উলি হাতু গ্রামে বীরসা জন্মগ্রহণ করেন । তাঁর পিতা ছিলেন সুগান মুন্ডা । বীরসা মিশনারি স্কুলে পড়াশোনা করেন ও খ্রিস্টান ধর্ম নেন । 1895 খ্রিস্টাব্দে এক নতুন দর্শনের উদ্ভব করে নিজেকে ধরিত্রীর পিতা বলে ঘোষণা করেন । এবং সিংবোঙা বা সূর্য দেবতার উপাসনা প্রবর্তন করেন । বীরসামুন্ডা মুন্ডা সম্প্রদায়ের কাছে প্রফেট বা গুরু হয়ে ওঠেন । 1895 খ্রিস্টাব্দে রাঁচির পুলিশ অধিকর্তা মিথারেস চলকৎ নামক স্থান থেকে বীরসামুন্ডা কে গ্রেফতার করেন ও তার দু বছর জেল হয় । 1898 খ্রিস্টাব্দে তিনি ছাড়া পান । 1899 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ শুরু হয় । শৈলরাকার পাহাড়ে এক যুদ্ধে মুন্ডার সেনাপতি গয়ামুণ্ডা মারা যান । মুন্ডা বিদ্রোহ উলগুলান বা বিপদ জনক নামে পরিচিত । উলগুলান এর নেতা ছিলেন বীরসা মুন্ডা । 1900 খ্রিস্টাব্দের 2 জুন রাঁচির জেলে মাত্র 25 বছর বয়সে কলেরায় বীরসামুন্ডার মৃত্যু হয় ।