ভারতের প্রধানমন্ত্রী

 

Prime Minister of India

যদিও ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি । কিন্তু প্রকৃতপক্ষে ভারতীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা উপভোগ করেন দেশের প্রধানমন্ত্রী । ক্ষমতার নিরিখে রাষ্ট্রপতি সর্বোচ্চ অবস্থান সম্পূর্ণ আলঙ্কারিক । বাস্তবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা এবং প্রায় সমস্ত শাসনতান্ত্রিক সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয় সিলমোহর রূপে । 


ভারতের প্রধানমন্ত্রী ( Prime Minister of India ) 


1) প্রধানমন্ত্রী নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা । সাধারণত দেশের সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি বহুমত প্রাপ্ত রাজনৈতিক দল বা জোটের নেতাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করার জন্য । যদি নির্বাচনে কোনো একটি দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পায় (ত্রিশঙ্কু সংসদ) , সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজের ইচ্ছামতো যাকে যোগ্য মনে করবেন তাকে অনুরোধ জানাতে পারেন প্রধানমন্ত্রী পদ অলংকৃত করার জন্য ।

2) প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতি মধ্যে যোগসূত্র বজায় রাখেন । প্রধানমন্ত্রীর সুপারিশ মত রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করেন । কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন । বিভিন্ন শাসনতান্ত্রিক উচ্চপদে পার্থী নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সুপারিশে । কেন্দ্রীয় আইনসভার কোনো সদস্যকে প্রধানমন্ত্রী চাইলে রাষ্টপতির মাধ্যমে বরখাস্ত করতে পারেন । প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি লোকসভায় ভেঙে দিতে পারেন । 

3) প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রধান ।

4) প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স হলো 25 বছর ।

5) ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর প্রতি সংবিধান সৃষ্ট নয়, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর পথটি সংবিধান সৃষ্ট ।

6) ভারতের প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে জাতীয় উন্নয়ন পর্ষদ ন্যাশনাল ইন্ট্রিগেশন কাউন্সিল ও যোজনা কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় সুরক্ষা পর্ষদের প্রধানের পদ অলংকৃত করেন । 


প্রধানমন্ত্রী পরিচিতি 


1) নিয়োগ  -  রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে নিযুক্ত করেন । তবে সাধারণত সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে প্রধানমন্ত্রী রূপে নিয়োগ করা হয় । 

2) যোগ্যতা  -  সংসদের সদস্য হতে হবে । তবে সংসদের কোন কক্ষের সদস্য না হয়েও সর্বাধিক 6 মাস প্রধানমন্ত্রী পদে থাকা যায় । 

3) কার্যকাল  -  সাধারণভাবে পাঁচ বছর। অর্থাৎ লোকসভার মেয়াদ এর সমান । কিন্তু এই সময় কালে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যর সমর্থন থাকা আবশ্যক । যদি কার্যকাল সমাপ্তির পূর্বে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারান অর্থাৎ সরকারের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাব লোকসভায় পাস হয় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার পদত্যাগ করতে বাধ্য থাকেন ।

4) পদশূন্য হয়  - (I) মৃত্যু, (ii) লোকসভায় অনাস্থা (iii) মেয়াদ সমাপ্তির পূর্বে লোকসভা ভেঙে দেয়া হলে ।

5) ক্ষমতা ও কার্যাবলী  -  এ বিষয়ে সংবিধানে তেমন কোনো উল্লেখ নেই । তার ক্ষমতা ও কার্যাবলী রাষ্ট্রপতি, মন্ত্রিসভা; পার্লামেন্টে শাসক জোটের সাংসদ সংখ্যা ; ত্রিশঙ্কু পার্লামেন্টের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দল শাসক জোটের সাংসদ সংখ্যা এবং জোট শরিকদের আনুপাতিক সংখ্যা ও সম্পর্ক এর সমীকরণ, সরকারের অংশগ্রহণ না করা জোট শরিকদের সাথে মন্ত্রিসভার সম্পর্কের সমীকরণ ও সমর্থনের প্রকৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর । প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রকৃতি প্রশাসনিক প্রধান । 


বিশিষ্ট প্রধানমন্ত্রীদের বিষয়ে তথ্যসূচী 


1) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী  -  পন্ডিত জহরলাল নেহেরু (1947-1964) 

2) সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন ইন্দ্রিরা গান্ধি ।

3) একটানা সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন জহরলাল নেহেরু (প্রায় 17 বছর) 

4) জহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন  -  প্রথমে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে গুলজারিলাল নন্দ (14 দিন) ও পরে লাল বাহাদুর শাস্ত্রী ।

5) গুলজারিলাল নন্দ অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন -   জহরলাল নেহেরুর মৃত্যুর পর (14 দিন) ও লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর (আবারও 14 দিন ) 

6) ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাকে প্রধানমন্ত্রী থাকাকালীন একদিনো সংসদে হাজির থাকতে হয়নি -  চৌধুরী চরন সিং ।

7) শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং ডঃ মনমোহন সিং  -  দুজনেই যখন প্রধানমন্ত্রী পদ অলংকৃত করেন তখন তারা রাজ্যসভার সদস্য ছিলেন 

8) কোন একটি নির্দিষ্ট র্টামের সবথেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন -   অটলবিহারী বাজপেয়ী (13 দিনের জন্য) 

9) প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং -   প্রধানমন্ত্রী হবার আগে কোনো না কোনো সময়ে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন ।

10) ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাকে লোকসভায় উত্থাপিত অনাস্থা প্রস্তাবের পরাজিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল -  ভি.পি. সিং

11) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল প্রধানমন্ত্রী পদে নিযুক্ত পূর্বে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবেগৌড়া কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ।

12) প্রাপ্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই একমাত্র ভারতীয় রাজনীতিবিদ যিনি, ভারতরত্ন নিশানি- এ- ইমতিয়াজ (পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান) দুটো খেতাবে ভূষিত হয়েছিলেন ।


বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর 


1) ভারতের প্রধানমন্ত্রী কার নিযুক্ত হয় ?

ANS:  রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন 

2) প্রধানমন্ত্রী দায়িত্ব থাকে কার কাছে ?

ANS:  লোকসভার কাছে 

3) ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন কে ?

ANS:  রাষ্ট্রপতি 

4) কোন প্রধানমন্ত্রীর কার্যকালের দলত্যাগ বিরোধী বিল পাস করা হয়েছিল ?

ANS:  রাজীব গান্ধী 

5) প্রধান মন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোন দিন সংসদে যান নি ?

ANS:  চৌধুরী চরণ সিং 

6) সাধারণত ভারতের প্রধানমন্ত্রী হন ?

ANS:  সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃতি নেতা 

7) কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বাধিক সময় এর জন্য প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেছিলেন ?

ANS:  ইন্দিরা গান্ধী 

8) ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে যখন প্রধানমন্ত্রী আসন অলংকৃত করেছিলেন তখন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ?

ANS:  ইন্দ্রিরা গান্ধি

9) মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত হবে সেটি কে নির্ধারণ করেন ?

ANS:  প্রধানমন্ত্রী 

10) ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক নূন্যতম বয়স কত হতে হবে ?

ANS:  25 বছর 

11) ভারতের প্রধানমন্ত্রী তার পদাধিকারবলে কোনটির চেয়ারম্যান পদ অলংকৃত করেন ?

ANS:  যোজনা কমিশন 

12) প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অথবা তার মৃত্যু ঘটলে -

ANS:  আপনা থেকেই মন্ত্রিপরিষদ ভেঙে যায় 

13) লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে ?

ANS:  প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি 

14) প্রধানমন্ত্রী হলেন -

ANS:  সরকারের প্রধান 

15) ভারতের প্রধানমন্ত্রী হলেন -

ANS:  রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত 

16) ভারতের প্রধানমন্ত্রীর পদ -

ANS:  সংবিধান কর্তৃক সৃষ্ট 

17) প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকেন কতদিন ?

ANS:  যতদিন তিনি সংসদের আস্তা ভোগ করেন ।

18) যদি প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হন - 

ANS:  তিনি অনাস্থা প্রস্তাবের ভোট দিতে পারেন না 

19) কে লোকসভার আস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছিলেন ?

ANS:  ভি পি সিং 

20) ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ?

ANS:  নরেন্দ্র মোদি 

21) 2022 ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ?

ANS:  নরেন্দ্র মোদি