লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন ভারতের উপরাষ্ট্রপতি । তার কার্যকালের মেয়াদ পাঁচ বছর । উপরাষ্ট্রপতির পুননির্বাচনের বিষয়ে ভারতীয় সংবিধান নীরব । রাষ্টপতির মতো, উপরাষ্ট্রপতি কেও অসাংবিধানিক আচরণের জন্য অপসারণ করা যেতে পারে । ইমপিচমেন্ট পদ্ধতিও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির ক্ষেত্রে একই রকম । কিন্তু উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট এর প্রস্তাব উত্থাপন করা যায় কেবলমাত্র রাজ্যসভায় । এই প্রস্তাবটি যদি সংসদের উচ্চ এবং নিম্ন উভয় পক্ষেই দুই-তৃতীয়াংশ সাংসদ দ্বারা সমর্থিত হয়, তাহলে উপরাষ্ট্রপতি বরখাস্ত হবেন । আজ পর্যন্ত কোন উপরাষ্ট্রপতির বিরুদ্ধেই ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপিত হয়নি ।
ভারতের উপরাষ্ট্রপতি
1) উপরাষ্ট্রপতি হবার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স হলো 35 বছর । উপরাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি ।
2) রাষ্ট্রপতি যদি (ক) পদত্যাগ করেন অথবা (খ) অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকেন অথবা (গ) মারা যান তখন উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন । (65 নং ধারা)
3) রাষ্ট্রপতির পদ শূন্য হলে ছ মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় । উপরাষ্ট্রপতি সর্বাধিক ছ'মাস সময়কাল রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত থাকতে পারেন ।
4) উপরাষ্ট্রপতি যদি কোনও কারণে পদত্যাগ করতে চান তাহলে তাকে পদত্যাগ পত্র জমা দিতে হবে রাষ্ট্রপতি কে ।
5) ভারতীয় সংবিধানে বলা হয়েছে, যদি কোনো কারণে উপরাষ্ট্রপতি পদ শূন্য হয়ে পড়ে তাহলে একটি যুক্তিসম্মত সময়সীমার মধ্যে সেই শূন্যপদ পূরণ করতে হবে । তবে এই সময়সীমার ন্যূনতম অথবা সর্বাধিক কত দিন হতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ভারতীয় সংবিধানে ।
6) উপরাষ্ট্রপতি ex-officio চেয়ারপারসন অফ রাজ্যসভা, পদাধিকারবলে রাজ্যসভার অধ্যক্ষ বা সভাপতি ।
স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতিগন
1) ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণণ - স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি দুটি র্টাম উপরাষ্ট্রপতি পদ অলংকৃত করেছেন । প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি পদ অলংকৃত করেন ।
2) ডাক্তার জাকির হোসেন - স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি ।
3) ভি.ভি গীরি - ভারতের একমাত্র উপরাষ্ট্রপতিি, যিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন ।
4) ভি.ভি গীরি - ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে অস্থায়ী, কার্যনির্বাহী, অনির্বাচিত রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন । পরে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন ।
5) মোহাম্মদ হিদায়াতুল্লাহ, ভি .ভি গীরি এবং বি.ডি জাত্তি - এই উপরাষ্ট্রপতি ত্রয় পরবর্তীকালে অস্থায়ী , কার্যনির্বাহী রাষ্ট্রপতি পদ অলংকৃত করেছিলেন ।
6) মোহাম্মদ হিদায়াতুল্লাহ এবং বি.ডি জাত্তি - এই দুজন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে অস্থায়ী , কার্যনির্বাহী, অনির্বাচিত রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন কিন্তু পরে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হননি ।
7) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, ডক্টর জাকির হোসেন, ভি.ভি গীরি , আর. ভেঙ্কটরমন , ডক্টর শংকর দায়াল শর্মা এবং কে. আর নারায়ন - এদের প্রত্যেকেই উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি উভয় পদে নির্বাচিত হয়েছেন ।
8) জিএস পাঠক , কৃষ্ণকান্ত, ভৈরোঁ সিং, শেখাওয়াত এবং মহাম্মদ হামিদ আনসারি - এদের প্রত্যেকেই উপরাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়েছেন । কিন্তু অস্থায়ী অথবা নির্বাচিত রাষ্ট্রপতি পদ অলংকৃত করেন নি ।
9) কে . আর নারায়ন - স্বাধীন ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি ।
10) ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন - ভেঙ্কাইয়া নাইডু ।
ভারতের উপরাষ্ট্রপতি থেকে বিগত পরীক্ষার প্রশ্নউত্তর
1) রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে নিজের পদত্যাগ পত্র লেখার সময় কাকে সম্বোধন করবেন ?
ANS: উপরাষ্ট্রপতি
2) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
ANS: ডাক্তার: এস. রাধাকৃষ্ণন
3) ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচিত করেন কে বা কারা ?
ANS: লোকসভা ও রাজ্যসভার সদস্যগন
4) উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?
ANS: পাঁচ বছর
5) উপরাষ্ট্রপতি কে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর পদ থেকে অপসারণ করতে পারে / পারেন কে বা কারা ?
ANS: রাজ্যসভা দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে
6) উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি -
ANS: পদত্যাগ করেন , অসুস্থতার কারণে কার্যক্ষেত্র অনুপস্থিত থাকেন, অথবা মারা যান ।
7) উপ রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো বিবাদ দেখা দিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত অধিকার আছে কার ?
ANS: সুপ্রিম কোর্টের
8) ভারতের উপরাষ্ট্রপতির পুনর্নির্বাচনের বিষয়ে ভারতীয় সংবিধানের -
ANS: কিছু বলা হয়নি
9) যদি ভারতের উপরাষ্ট্রপতি তার র্টাম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে তাঁর পদত্যাগপত্রটি গ্রহণের জন্য কার কাছে পাঠাতে হবে ?
ANS: রাষ্ট্রপতি
10) ভারতের উপরাষ্ট্রপতি হবার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স কত বছর ?
ANS: 35 বছর
11) উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করা যায় কোথায় ?
ANS: কেবলমাত্র রাজ্যসভায়
12) উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন কোথায় ?
ANS: রাজ্যসভায়
লেবেল