ভৌগোলিক বিপ্লবসমূহ

কয়েকটি ভৌগোলিক বিপ্লবসমূহ

সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব , হলুদ বিপ্লব, নীল বিপ্লব, গোলাপি বিপ্লব, বাদামি বিপ্লব, কৃষ্ণ বিপ্লব, সোনালী তন্তু বিপ্লব, সোনালী বিপ্লব, লাল বিপ্লব, গোলক বিপ্লব , রুপালি তন্তু বিপ্লব, রুপালি বিপ্লব প্রভৃতি ভৌগোলিক বিপ্লব গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো । 


ভৌগলিক বিপ্লব সমূহ 


1) সবুজ বিপ্লব - 

ANS:  খাদ্যশস্য গম ধান উৎপাদন বৃদ্ধি কে সবুজ বিপ্লব বলা হয় 

2) শ্বেত বিপ্লব - 

ANS:  দুধের উৎপাদন বৃদ্ধি কে শ্বেত বিপ্লব বলা হয় 

3) হলুদ বিপ্লব - 

ANS:  ভোজ্য তেলের (সরিষা তেল) পরিমান বৃদ্ধি পাওয়াতে হলুদ বিপ্লব বলা হয় 

4) নীল বিপ্লব - 

ANS:  মৎসের উৎপাদন দ্রুত হারে বৃদ্ধি পাওয়া কে নীল বিপ্লব বলা হয় 

5) গোলাপি বিপ্লব - 

ANS:  চিংড়ি উৎপাদনে বিপুল পরিমাণ বৃদ্ধিকে গোলাপি বিপ্লব বলা হয় 

6) বাদামি বিপ্লব - 

ANS:  চামড়া , অপ্রচলিত শক্তি উৎপাদনের বৃদ্ধিকে বাদামি বিপ্লব বলা হয় 

7) কৃষ্ণ বিপ্লব - 

ANS:  খনিজ দ্রব্য (বিশেষত খনিজ তেল ) উৎপাদন বৃদ্ধিকে কৃষ্ণ বিপ্লব বলা হয় 

8) সোনালি তন্তু বিপ্লব - 

ANS:  পাট উৎপাদন বৃদ্ধি কে সোনালী তন্তু বিপ্লব বলা হয় 

9) সোনালি বিপ্লব - 

ANS:  উদ্যানপালন উন্নয়ন / মধু উৎপাদন বৃদ্ধি কে সোনালী বিপ্লব বলা হয় 

10) লাল বিপ্লব - 

ANS:  মাংস / টমেটো উৎপাদন বৃদ্ধি কে লাল বিপ্লব বলা হয় 

11) গোলক বিপ্লব - 

ANS:  আলু উৎপাদন বৃদ্ধিতে গোলক বিপ্লব বলা হয় 

12) রুপালি তন্তু বিপ্লব - 

ANS:  তুলা উৎপাদন বৃদ্ধি কে রুপালি তন্তু বিপ্লব বলা হয় 

13) রুপালি বিপ্লব - 

ANS:  ডিম / পোল্ট্রি উৎপাদন বৃদ্ধি কে রুপালি বিপ্লব বলা হয় 


এই পোস্টটি থেকে যদি কোন উপকার পেয়ে থাকো তো অবশ্যই এই পোস্টটি তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো ধন্যবাদ