সম্রাট ঔরঙ্গজেবের জীবনী (1658 1707):
ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট । 24 শে অক্টোবর 1618 খ্রিস্টাব্দে শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন মমতাজ মহলের গর্ভে দোহাদে । ঔরঙ্গজেবের প্রথম স্ত্রীর নাম দিলরাস বেগম, যিনি রাবিয়া উদদুরানি নামে পরিচিত । এর নামে ঔরঙ্গবাদে বিবিকা মকবারা নির্মিত হয় । তার দ্বিতীয় পত্নীর নাম নবাবাঈ । ঔরঙ্গজেবের তৃতীয় স্ত্রীর নাম ছিল ঔরঙ্গবাঈ মহল । তার কনিষ্ঠ স্ত্রীর নাম উদয়পুরী মহল । ঔরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দের 21 শে জুলাই ' আবুল মুজফিকর মুহিউদ্দিন মহম্মদ ঔরঙ্গজেব বাহাদুর আলমগীর বাদশাহ গাজী ' উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন ।
মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ঔরঙ্গজেব (1658-1707)
1661 খ্রিস্টাব্দে মীরজুমলা বাংলা আক্রমণ করেন এবং গুহাটি ও আহমদের রাজধানী গড়গাঁও দখল করেন । 1663 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এর মামা শায়েস্তা খাঁ কে বাংলার শাসক হিসাবে নিয়োগ করেন । শায়েস্তা খাঁ চট্টগ্রাম দখল করে পর্তুগীজদের বিতাড়িত করেন । 1681 খ্রিস্টাব্দে গোয়াহাটি মুঘলদের থেকে বিচ্ছিন্ন হয় এবং কোচবিহার মুঘলদের বশ্যতা স্বীকার করে । 1666 খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি শায়েস্তা খাঁ পর্তুগীজ জলদস্যু এবং মগদের বিতাড়িত করেন বাংলার সন্দ্বীপ দ্বীপ থেকে । 1661 খ্রিস্টাব্দে বিহারের শাসনকর্তা দাউদ খাঁ পালামৌ জয় করেন । 1662 খ্রিস্টাব্দে দিল্লি ও মথুরায় বসবাসকারী জাঠরা গোকলার নেতৃত্বে বিদ্রোহ করে । আবদান নবী খান গোকলাকে পরাস্ত করে বন্দী করেন । পরবর্তীকালে রাজারাম 1688 খ্রিস্টাব্দে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন । রাজারামের ভাইপো চুরামন ভরতপুরে একটি স্বাধীন জাট রাজ্য গড়ে তোলেন ও মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান । নারনুল ও মেওয়াটের সৎনামীরা গরিব দাস হাডা নামে এক নেতার নেতৃত্বে 1672 থেকে 1673 খ্রিস্টাব্দের বিদ্রোহ শুরু করে । রাজা বিশেণ সিংহ ও হামিদ খান এই বিদ্রোহ দমন করেন ।
সম্রাট ঔরঙ্গজেবকে কেন জিন্দাপীর বলা হয়
গুরু হাররাই -এর পুত্র রামরাই এবং গুরু হরকিষণকে ঔরঙ্গজেব মুঘল দরবারে রাখেন নিজের তত্ত্বাবধানে । ঔরঙ্গজেব নবম গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দেন । কারণ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেব এর বিরুদ্ধে কাশ্মীরি পণ্ডিতদের পক্ষ নেন । দশম গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী গঠন করে মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান । 1688 খ্রিস্টাব্দে ভাঙ্গানির যুদ্ধে গুরু গোবিন্দ সিং মুঘল সেনাপতি ফতে শাহ কে পরাস্ত করেন । 1690 খ্রিস্টাব্দে নাদোয়ানের যুদ্ধে গোবিন্দ সিং ও রাজা ভীমচাঁদ মুঘল সেনাপতি আলিফ খান কে পরাস্ত করেন । 1679 খ্রিস্টাব্দে মারওয়ার ঔরঙ্গজেব মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন । যোধপুরের সিংহাসন তিনি নাগাউরের শাসক ইন্দ্র সিং এর কাছে বিক্রি করে দেন । 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তার পুত্র আকবরকে পাঠান যায়ওয়ার অভিমানে । কিন্তু দুর্গাদাস নামে এক রাঠোর সর্দার মাড়ওয়ারের হয়ে যুদ্ধ চালিয়ে যান । মেবারের রানা রাজ সিংহ দুর্গাদাস এর সঙ্গে যোগ দেন । মারওয়ার থেকে তাহির খান ও ইন্দ্রসিং ও যুবরাজ আকবর পালিয়ে যান । 1681 খ্রিস্টাব্দে মেবারের রানা সিংহের মৃত্যুর পর তাঁর পুত্র জয় সিংহের সঙ্গে ঔরঙ্গজেব সন্ধি করেন । রানা রাজ সিংহ গেরিলা যুদ্ধ করে মুঘলদের প্রচুর ক্ষতি করেন এবং ব্যতিব্যস্ত করে তোলেন । কিন্তু জয় সিংহ সন্ধি করলেও মারওয়ার যুদ্ধ চালিয়ে যায় । মুঘল সম্রাট প্রথম বাহাদুর শাহ মাাড়ওয়ারাজ অজিত সিংহ কে মাড়ওয়ারের নতুন রাজা বলে স্বীকৃতি দেন । 1681 খ্রিস্টাব্দের 11 জানুয়ারি যুবরাজ আকবর রাজপুতদের সহায়তায় নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন । বুন্দেলা নেতা বীরসিংহ কেশব রায় এক মন্দির নির্মাণ করেন । ঔরঙ্গজেব ওই মন্দির ভাঙ্গার ফলে চম্পত রায়ের নেতৃত্ব বুন্দলারা বিদ্রোহ ঘোষণা করে । চম্পত চরই পরাজিত হন ও লজ্জায় আত্মহত্যা করেন । চম্পট রায়ের পুত্র ছত্রশাল 1671 খ্রিস্টাব্দে বিদ্রোহের নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন হিন্দু রাজ্য স্থাপন করেন ।
উত্তর-পশ্চিম সীমান্তে বসবাসকারী ইউসুফজাইরা ভাগু নামে এক ব্যক্তির নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন 1667 খ্রিস্টাব্দে । মহম্মদ আমিন নামে মুঘল সেনাপতি এই বিদ্রোহ দমন করেন । 1672 খ্রিস্টাব্দে আজমল খাঁর নেতৃত্বে আফ্রিদি উপজাতি বিদ্রোহ ঘোষণা করে । আলী মসজিদ এর যুদ্ধে মুঘল সেনাপতি মোহাম্মদ আমিন পরাজিত হন । 1674 খ্রিস্টাব্দে খতক উপজাতির নেতা কুশহাল খাঁ বিদ্রোহ ঘোষণা করে । বিদ্রোহীরা মোঘল সেনাপতি সুজাত খাঁকে কাকে হত্যা করে । ঔরঙ্গজেব এর পর উত্তর-পশ্চিম সীমান্তে মুঘল সেনাপতি আমিন খাঁকে নিযুক্ত করেন বিদ্রোহ দমনের জন্য । ভাতা ও জাগিরের লোভে বহু আফগান সর্দার মোগল পক্ষ নেন ।
সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি
1681 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যা মিটিয়ে সেপ্টেম্বর মাসে দাক্ষিণাত্য যাত্রা করেন । ঔরঙ্গজেব বিজাপুর আক্রমণের সিদ্ধান্ত নেন । 1686 খ্রিস্টাব্দে সিকান্দার আদিল শাহ এর কাছ থেকে ঔরঙ্গজেব বিজাপুর দখল করে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন । ঔরঙ্গজেব তার পুত্র মোয়াজ্জেমকে গোলকুণ্ডা আক্রমণ এর আদেশ দেন । মোয়াজ্জাম গোলকুণ্ডা অগ্রসর হন । মদন ও তাঁর ভাই আক্কান কে হত্যা করেন আবুল হাসান কুতুবশাহের অনুচরেরা । 1687 খ্রিস্টাব্দে ওরঙ্গজেব গোলকুণ্ডা দখল করে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন । ঔরঙ্গজেব কে গোলকুণ্ডা দখলে সাহায্য করে আব্দুল্লাহ পনি ও আবুল হাসান নামে দু'জন বিশ্বাসঘাতক । 1697 খ্রিস্টাব্দে ওরঙ্গজেব তাঞ্জোর ও ত্রিচিনো পল্লী দুটি হিন্দু রাজ্য জয় করেন । 1689 খ্রিস্টাব্দে শিবাজীর পুত্র শম্ভজী মুঘল বাহিনীর হাতে বন্দী হন ও তার মৃত্যুদণ্ড দেয়া হয় । শম্ভুজির শিশুপুত্র শাহু পরিবারের অন্যদের বন্দী করা হয় । শিবাজীর অপর পুত্র রাজারাম মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান ও রাজারামের মৃত্যুর পর তার বিধবা পত্নী তারাবাঈ শিশুপুত্র তৃতীয় শিবাজী কে সিংহাসনে বসিয়ে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান । নিমাতখান আলি ঔরঙ্গজেবের গোলকুণ্ডা জয়ের ঘটনা নিয়ে লেখেন ' ওয়াকাই-ই-হায়দারবাদ ' গ্রন্থ ।
ঔরঙ্গজেব তারপুত্র আজমকে লেখেন " আমি একা এসেছি " একাই যাচ্ছি । আমি দেশ ও জনগণের উপকার করতে পারিনি এবং ভবিষ্যতের কোনো আসা দেখতে পাচ্ছি না । 1707 খ্রিস্টাব্দের তিনে মার্চ জুম্মা নামাজের দিন এই জিন্দাপীর বা জীবন্ত পীর আল্লাহর নাম উচ্চারণ করে দেহত্যাগ করেন আহম্মদ নগরে ।
ঔরঙ্গজেবের চরিত্র ও কৃতিত্ব :
ঔরঙ্গজেব ছিলেন গোঁড়া সুন্নি মুসলিম । তিনি পান্ধারি কর নিষিদ্ধ করেন । তিনি মুদ্রাতে কলমা খোদাই করেন । ওরঙ্গজেব নওরোজ, ঝরোখা দর্শন, নিত্যগীত, সুরাপান, গাঁজা ভাঙ ও অন্যান্য নেশা দ্রব্যের ব্যবহার, জুয়াখেলা, পীরের দরগা বাতি দেওয়া, মহররমে শোভাযাত্রা, গণিকাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করেন । তিনি মুহতাশিব নামে কর্মচারীদের নিযুক্ত করেন কোরন-নির্দিষ্ট পথে জনগণের জীবনযাত্রা পরিচালনা করার জন্য । তিনি পেশকার ও ক্রোরি নামে রাজপথ সৃষ্টি করে তা মুসলিমদের জন্য সংরক্ষণ করেন । রাজপুত ছাড়া অন্যান্য হিন্দুদের পালকি চড়া, অশ্বারোহণ ও অস্ত্র বহন নিষিদ্ধ করেন । 1669 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের মন্দির ধ্বংসের নির্দেশ দেন ।
কাশীর বিশ্বনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, মথুরা কেশব মন্দির, বৃন্দাবনের গোবিন্দ জিউয়ের মন্দির, তার আদেশে ধ্বংস হয় । 1659 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ করা নিষিদ্ধ ঘোষণা করেন । 1664 খ্রিস্টাব্দে পুরানো মন্দির সংস্কার নিষিদ্ধ ঘোষণা করেন । 1665 খ্রিস্টাব্দে মুসলমানদের উপর 2.5 শতাংশ হিন্দুদের উপর 5 পার্সেন্ট শুল্ক-কর চাপান । 1679 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের উপর জিজিয়া কর প্রবর্তন করেন । 695 খ্রিস্টাব্দে ইটালীয় চিকিৎসক জেমেলি কাবেরি তাঁর রাজসভায় আসেন । ঔরঙ্গজেবের আমলে প্রদেশের সংখ্যা বেড়ে 21 হয় । ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন " দাক্ষিণাত্য ঔরঙ্গজেব এর দেহ ও সাম্রাজ্যোর সমাধিস্থল ।
মুঘল সাম্রাজ্যের MCQ প্রশ্ন উত্তর
1) আবুল ফজল রচিত পুস্তক দুটির নাম কি ?
ANS: আইন-ই-আকবরী ও আকবরনামা
2) আরবরা কবে সিন্ধু দেশ জয় করে ?
ANS: আনুমানিক 712 খ্রিস্টাব্দে
3) দাহির কোথাকার রাজা ছিলেন ?
ANS: সিন্ধু দেশের
4) সোমনাথের মন্দির কে লুণ্ঠন করেন ?
ANS: আফগানিস্তানের অন্তর্গত গজনী রাজ্যোর সুলতান মামুদ ।
5) সুলতান মামুদ কে ভারতে কে প্রথম বাধা দেন ?
ANS: উত্তর-পশ্চিম ভারতের শাহী বংশের রাজা জয়পাল
6) তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?
ANS: আল বিরুনি
7) ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ANS: মোহাম্মদ ঘোরি
8) দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
ANS: ইলতুৎমিস
9) কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত আদি রাজবংশের নাম কি ?
ANS: দাস বংশ
10) কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় ?
ANS: 1206 খ্রিস্টাব্দে
11) দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে ছিলেন ?
ANS: সুলতানা রাজিয়া
12) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি কে চালু করেন ?
ANS: খলজী সুলতান আলাউদ্দিন খলজী
13) কে তামার নোট প্রচলন করেছিলেন ?
ANS: মুহাম্মদ বিন তুঘলক
14) খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: জালালুদ্দিন খলজি
15) দাস বংশের শেষ সুলতান কে ছিলেন ?
ANS: কায়কোবাদ
16) আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন ?
ANS: মালিক কাফুর
17) মুসলমানদের বাংলা বিজয়ের সময় বাংলা রাজা কে ছিলেন ?
ANS: সেন বংশের রাজা লক্ষণ সেন
18) চেঙ্গিস খাঁ কে ?
ANS: মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ইলতুৎমিসের রাজত্বকালে ভারত আক্রমণ করেন
19) কুতুব মিনার কে নির্মাণ করেন ?
ANS: ইলতুৎমিস
20) গিয়াসউদ্দিন বলবনের নীতি কি ছিল ?
ANS: করত ও লৌহনীতি
21) কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
ANS: আলাউদ্দিন খলজী
22) দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ANS: কুতুবউদ্দিন আইবক
23) ' সুলতানি যুগের আকবর ' কাকে বলা হয় ?
ANS: ফিরোজ শাহকে
24) দিল্লির শেষ সুলতান কে ছিলেন ?
ANS: ইব্রাহিম লোদী
25) পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় এবং কে পরাজিত হয় ?
ANS: 1526 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতান ইব্রাহিম লোদী পরাজিত হয়
26) তালিকোটার যুদ্ধ কবে হয় ?
ANS: 1565 খ্রিস্টাব্দে
27) বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারক কে ছিলেন ?
ANS: শ্রী চৈতন্যদেব
28) মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেন ?
ANS: কবীন্দ্র পরমেশ্বর
29) মুহাম্মদ বিন তুঘলক কোথা থেকে কোথায় রাজধানী নিয়ে যান আর নিয়ে আসেন ?
ANS: দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরি বা দৌলতাবাদে এবং পুনরায় দিল্লিতে ।
30) শিখ ধর্মের প্রবর্তক কে বা প্রথম গুরু কে ?
ANS: গুরু নানক
31) খানুয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে অনুষ্ঠিত হয় ?
ANS: 1527 খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের
32) কবুলিয়ত ও পাট্টা প্রদানের নীতি কে প্রবর্তন করেন ?
ANS: শেরশাহ
33) দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
ANS: মোগল সম্রাট আকবর
34) দিন-ই-ইলাহি কি ?
ANS: মুঘল সম্রাট আকবর প্রবর্তিত নতুন ধর্মমত
35) তবাকৎ-ই-নাসিরি কে রচনা করেন ?
ANS: মিনহাজ উদ্দিন সিরাজ
36) ভারতের তোতাপাখি কে ?
ANS: আমির খসরু
37) ইবন বতুতার ভারত ভ্রমণ কাহিনীর নাম কি ?
ANS: কিতাব-উল-রাহলা (সফরনামা)
38) মোহাম্মদ ঘোরী কে ছিলেন ?
ANS: গজনীর শাসক ও দিল্লি বিজেতা ।
39) বখতিয়ার খলজি কে ছিলেন ?
ANS: মোহাম্মদ ঘোরি তুর্কি সেনানায়ক যিনি লক্ষণ সেনের সময় বঙ্গদেশ জয় করেন ।
40) দিল্লিতে সুলতানি কে প্রতিষ্ঠা করেন ?
ANS: কুতুবউদ্দিন আইবক
41) কাকে ' লাখবক্স ' বলা হত ?
ANS: কুতুবউদ্দিন আইবক কে
42) খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: জালাল উদ্দিন খলজি
43) খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
ANS: আলাউদ্দিন খলজী
44) দাক্ষিণাত্যের কোন রাজ্য আলাউদ্দিন প্রথম আক্রমণ করেন ?
ANS: দেবগিরি
45) আলাউদ্দিন কোন অঞ্চল থেকে মালিক কাফুর কে সংগ্রহ করেন ?
ANS: গুজরাটের ক্যাম্বে থেকে ।
46) ইবন বতুতার ভ্রমণকাহিনীর নাম কি ?
ANS: কিতাব-উল-রাহলা
47) তৈমুর লং কোন সুলতানের আমলে ভারত বর্ষ আক্রমণ করেন ?
ANS: মাহমুদ শাহ তুঘলকের আমলে
48) কত সালে তৈমুর ভারত আক্রমণ করেন ?
ANS: 1398 খ্রিস্টাব্দে
49) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: সৈয়দ খিজির খাঁ
50) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: বহলুল লোদী
51) লোদী বংশের শেষ সুলতান কে ?
ANS: ইব্রাহিম লোদী
52) বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ANS: আলাউদ্দিন রহমন শাহ
53) বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ANS: হরিহর ও বুক্কা
54) বিজয়নগর শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
ANS: কৃষ্ণদেব রায়
55) কাকে ' অন্ধ্র কবিতার পিতামহ ' বলা হয় ?
ANS: তেলেগু কবি পোড্ডান
56) কাকে কাশ্মীরের আকবর বলা হয় ?
ANS: জয়নুল আবেদিনকে
57) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ANS: জহির উদ্দিন মোহাম্মদ বাবর
58) বাবরের আত্মজীবনীর নাম কি ?
ANS: তুজুক-ই-বাবরি
59) হুমায়ুননামা কে রচনা করেন ?
ANS: গুলবদন বেগম
60) জাহাঙ্গীরের লেখা আত্মচরিত নাম কি ?
ANS: তুজুক-ই-জাহাঙ্গীরী
61) বাবরের পিতার নাম কি ?
ANS: ওমর শেখ মির্জা
62) কনৌজের যুদ্ধ / বিল গ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
ANS: শের খাঁ ও হুমায়ুনের মধ্যে
63) দিল্লিতে শূর বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: শেরশাহ
64) বাল্যকালে শেরশাহের নাম কি ছিল ?
ANS: ফরিদ খাঁ
65) গ্রান্ড ট্রাঙ্ক রোড সড়ক-ই-আজম কে নির্মাণ করেন ?
ANS: শেরশাহ
66) ঘোড়ার ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
ANS: শেরশাহ
67) শেরশাহ প্রবর্তিত দুটি দলিল কি ?
ANS: কাবুলিয়াট ও পাট্টা
68) শেরশাহ কিভাবে মারা যান ?
ANS: কালিঞ্জর দুর্গ অবরোধকালে (1545 খ্রিঃ)
69) শেরশাহের বাঙালি হিন্দু সেনাপতি কে ছিলেন ?
ANS: ব্রহ্মজিৎ গৌড়
70) হলদিঘাটের যুদ্ধ কখন হয়েছিল ?
ANS: 1576 খ্রিস্টাব্দে (আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে)
71) হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কারা ছিলেন ?
ANS: মানসিংহ ও আসফ খাঁ
72) আকবরের সর্বশেষ সামরিক অভিযান কি ?
ANS: খান্দেশের অসীরগড় দুর্গ জয় (1601 খ্রিঃ)
73) মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন ?
ANS: আকবর
74) আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো ?
ANS: আবুল ফজল ও বাদায়ুনি
75) মুঘল যুগের দুজন ইউরোপীয় পর্যটক এর নাম লেখ ?
ANS: টেভার্নিয়ে ও বার্ণিয়ে
76) আকবর প্রতিষ্ঠিত ধর্মসভা গৃহের নাম কি ?
ANS: ইবাদৎখানা
77) আকবরের সভাকবি কে ছিলেন ?
ANS: বীরবল
78) আকবরের রাজসভায় খ্যাতনামা সঙ্গীতজ্ঞ কে ছিলেন ?
ANS: মিঞা তানসেন
79) জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণ দেন ?
ANS: পঞ্চম শিখ গুরু অর্জুনমল বা অর্জুন ।
80) জাহাঙ্গীর এর পূর্ব নাম কি ?
ANS: সেলিম
81) তাজমহল কে নির্মাণ করেন ?
ANS: সম্রাট শাহজাহান
82) ময়ূর সিংহাসন কে নির্মান করেন ?
ANS: শাহজাহান
83) ওরঙ্গজেব কি উপাধি নেন ?
ANS: আলমগীর
84) ওরঙ্গজেব কত সালে মারা যান ?
ANS: 1707 খ্রিস্টাব্দে (আহমদনগরে)
85) শিখদের দশম ও শেষ গুরু কে ?
ANS: গুরু গোবিন্দ সিং
86) বান্দা বৈরাগীকে ?
ANS: গুরু গোবিন্দের উত্তরসূরি ও শিখ বিদ্রোহের নেতা যিনি সম্রাট ফারুকশিয়ারের আদেশে নৃশংসভাবে নিহত হন (1716 খ্রিস্টাব্দে)
87) কত খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যভিষেক হয় ?
ANS: 1674 খ্রিস্টাব্দে (রায়গড়ে)
88) মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ?
ANS: শিবাজী
89) শিবাজী কি কি উপাধি গ্রহণ করেছিলেন ?
ANS: 'ছাত্রপতি' ও 'গো ব্রাহ্মণ প্রজাপালক'
90) পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ?
ANS: শিবাজী ও ওরঙ্গজেব এর পক্ষে জয়সিংহের মধ্যে
91) কোন সালে শিবাজী দেহত্যাগ করেন ?
ANS: 1680 খ্রিস্টাব্দে
92) শিবাজী প্রবর্তিত রাজস্বের নাম লেখ ?
ANS: চৌথ ও সরদেশমুখী
93) শিবাজীর অশ্বারোহী বাহিনীর নাম কি ছিল ?
ANS: 'বর্গী' ও 'শিলাদার'
94) কালিকট বন্দরে কোন পর্তুগিজ নাবিক প্রথম আসেন ?
ANS: ভাস্কো-ডা-গামা
95) হজরত মুহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন ?
ANS: 570 খ্রীষ্টাব্দে
96) ফিরোজ তুঘলকের আত্মজীবনীর নাম কি ?
ANS: ফুতুয়াৎ- ই - ফিরোজশাহী ।
97) মাহুয়ান কে ছিলেন ?
ANS: ভারতে আগত চিনা দোভাষী ও পর্যটক
98) নিকোলো কন্টি কে ছিলেন ?
ANS: ইটালির অন্তর্গত ভিনিশীয় পর্যটক
99) সুলতান মাহমুদ সম্পর্কে জানা যায় এমন একটি গ্রন্থের নাম লেখ ?
ANS: উতবি রচিত কিতাব উল ইয়ামিনি
100) সুলতানি আমলে আগত দুজন পর্তুগিজ পর্যটক এর নাম লেখ ?
ANS: নুনিজ ও পায়াস
101) আমির খসরু কে কেন ভারতের তোতা পাখি বলা হয় ?
ANS: তার কবিত্ব শক্তির জন্য
102) কোন গ্রন্থ থেকে ইলতুৎমিসের রাজত্বকাল সম্পর্কে জানা যায় ?
ANS: হাসান নিজামীর লেখা তাজ-উল-মাসির গ্রন্থ থেকে ।
103) মামুদ কে ছিলেন ?
ANS: সুবক্তগিনের পুত্র ও গজনীর সুলতান ?
104) মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
ANS: 17 বার (1000 খ্রিঃ থেকে 1027 খ্রিঃ পর্যন্ত)
105) সুলতান মামুদের শেষ অভিযান কখন হয়েছিল ?
ANS: 1027 খ্রিস্টাব্দে
106) মামুদ কত সালে সোমনাথের মন্দির লুণ্ঠন করেন ?
ANS: 1025 খ্রিঃ থেকে 1026 খ্রিঃ
107) সুলতান মাহমুদের সঙ্গে কোন তুর্কি পন্ডিত ভারতে আসেন ?
ANS: পন্ডিত অলবেরুনি
108) 'গাজি' ও 'বাৎশিকান' উপাধি কে গ্রহণ করেছিলেন ?
ANS: মামুদ
109) মুহাম্মদ ঘোরির প্রকৃত নাম কি ?
ANS: শাহাবুদ্দিন মোহাম্মদ
110) আইবক কথার অর্থ কি ?
ANS: ক্রীতদাস
111) কোন সুলতান নিজেকে 'খলিফার' সেনাপতি রূপে অভিহিত করেন ?
ANS: ইলতুৎমিস
112) মধ্য এশিয়ার অন্তগর্ত খিবার কোন শাসক চেঙ্গিস খাঁর তাড়া খেয়ে ইলতুৎমিশের শরণাপন্ন হন ?
ANS: শাহ জালালউদ্দিন মাঙ্গাবরনী
113) ইলতুৎমিসের পর কে সিংহাসনে বসেন ?
ANS: প্রথমে কিছুকালের জন্য তার পুত্র আরাম শাহ এর পরে কন্যা রাজিয়া
114) দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন ?
ANS: সুলতানা রাজিয়া
115) গিয়াসউদ্দিন বলবনের আমলে বাংলায় কে বিদ্রোহ করেন ?
ANS: তুঘ্রিল খাঁ
116) আলাউদ্দিন খলজির পুত্রের নাম কি ?
ANS: খিজির খাঁ
117) আলাউদ্দিন খলজির মেবার আক্রমণের সময় সেখানকার রানা কে ছিলেন ?
ANS: রতন সিংহ
118) পদ্মিনী কে ছিলেন ?
ANS: মেবারের রানা রতন সিংহের স্ত্রী
119) কোন সুলতান রেশনিং ব্যবস্থা বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন ?
ANS: আলাউদ্দিন খলজী
120) আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?
ANS: আলাউদ্দিন খলজী
121) খলজি বংশের শেষ সুলতান কে ?
ANS: কুতুব উদ্দিন মোবারক (1316-20)
122) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: গিয়াসউদ্দিন তুঘলক
123) মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ?
ANS: জুনা খাঁ
124) ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন ?
ANS: মহম্মদ বিন তুঘলকের আমলে
125) তুঘলক বংশের শ্রেষ্ঠ শাসক কে ?
ANS: মহম্মদ বিন তুঘলক
126) মহম্মদ বিন তুঘলকের সময় দক্ষিণ ভারতের কোন স্বাধীন হিন্দু রাজ্য গঠিত হয়েছিল ?
ANS: বিজয়নগর রাজ্য
127) তুঘলক বংশের শেষ সুলতান কে ?
ANS: নাসিরুদ্দিন মামুদ (মাহমুদ শাহ তুঘলক)
128) সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ?
ANS: ফিরোজ তুঘলক কে
129) কে বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন ?
ANS: শামসুদ্দিন ইলিয়াস শাহ (1342 খ্রিঃ)
130) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা কে ?
ANS: আলাউদ্দিন হুসেন শাহ
131) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
ANS: দ্বিতীয় দেবরায়
132) আদিনা মসজিদ কে নির্মান করেন ?
ANS: সিকন্দার শাহ
133) " মনসামঙ্গল " কাব্য কে রচনা করেন ?
ANS: কবি বিজয় গুপ্ত
134) 'আলগিরনামা' কে রচনা করেন ?
ANS: মির্জা মহম্মদ কাজিম
135) বাবরের মাতার নাম কি ?
ANS: কতুল নিগার খানুম
136) বাবরের পিতার নাম কি ?
ANS: ওমর শেখ মির্জা
137) কখন কাদের মধ্যে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ?
ANS: 1529 খ্রিস্টাব্দে বাবর এবং বাংলা-বিহারের সম্মিলিত আফগান শক্তিসমূহের মধ্যে
138) বাবরনামা কে ফার্সি ভাষায় অনুবাদ করেন ?
ANS: পায়ান্দা খাঁ ও আবদুর রহিম খানু খানান
139) হুমায়ুন কথার অর্থ কি ?
ANS: ভাগ্যবান
140) শের খাঁ কার গৃহ শিক্ষক ছিলেন ?
ANS: বিহারের শাসনকর্তার পুত্র জালাল খাঁ র
141) হুমায়ুন শেরশাহ কর্তৃক বিতাড়িত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন ?
ANS: সিন্ধু দেশের অমরকোটে
142) আকবরের মাতার নাম কি ?
ANS: হামিদা বানু
143) আকবরের ধাত্রীমাতা কে ছিলেন ?
ANS: মহাম অনাঘা
144) বৈরাম খাঁ কে ছিলেন ?
ANS: আকবরের অভিভাবক
145) আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন ?
ANS: রাজা টোডরমল
146) মালিক অম্বর কে ছিলেন ?
ANS: আহমদ নগরের বিখ্যাত উজির ও সেনাপতি
147) নুরজাহানের প্রকৃত নাম কি ?
ANS: মেহেরুন্নিসা
148) নুরজাহান কথার অর্থ কি ?
ANS: জগতের আলো
149) রামচরিত মানস কে রচনা করেন ?
ANS: তুলসীদাস
150) অর্জুমন্দ বানু কে ছিলেন ?
ANS: নুরজাহানের ভ্রাতা আসিফ খানের কন্যা । পরবর্তীকালে তিনি শাহজাহানের বেগম মমতাজ হিসেবে প্রসিদ্ধি লাভ করেন
151) শাহজাহানের চার পুত্রের নাম কি ?
ANS: দারাশিকো, সুজা, ওঔরঙ্গজেব ও মুরাদ
152) ওরঙ্গজেব কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন ?
ANS: শিখদের নবম গুরু তেগবাহাদুর
153) পেশোয়া কাকে বলা হয় ?
ANS: মারাঠাদের প্রধানমন্ত্রী কে
154) আলবুকার্ক কে ছিলেন ?
ANS: ভারতে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্র গুলি শাসনকর্তা
155) কে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন ?
ANS: ইংরেজ বণিক জব চার্ণক (1690 খ্রিস্টাব্দে )
156) ফোর্ট উইলিয়াম দুর্গ কখন প্রতিষ্ঠিত হয় ?
ANS: 1700 খ্রিস্টাব্দে
157) ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ কিভাবে হয় ?
ANS: ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে
158) মাদ্রাজে ইংরেজদের দুর্গের নাম কি ছিল ?
ANS: ফোর্ট সেন্ট জর্জ
159) মুঘল দরবারে কি কি গোষ্ঠী ছিল ?
ANS: ইরানি, তুরানি ও হিন্দুস্থানী
160) সৈয়দ ভাতৃদ্বয়ের নাম কি ?
ANS: সৈয়দ হোসেন আলী খান ও সৈয়দ আব্দুল্লাহ খান
161) নাদির শাহ কখন ভারত বর্ষ আক্রমণ করেন ?
ANS: 1739 খ্রিস্টাব্দে
162) নাদির শাহের ভারত আক্রমণ কালে মুঘল সম্রাট কে ছিলেন ?
ANS: মহম্মদ শাহ
163) হায়দ্রাবাদের নিজাম বংশের প্রতিষ্ঠা কে ছিলেন ?
ANS: নিজাম-উল-মলক আসফজা
164) মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ?
ANS: মুর্শিদকুলি খাঁ
165) অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ANS: সাদাৎ খাঁ
166) শিখ ধর্মের প্রবর্তক কে ?
ANS: গুরু নানক
167) সর্বশেষ পেশোয়া কে ?
ANS: দ্বিতীয় বাজিরাও
168) তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় ?
ANS: 1761 খ্রিস্টাব্দে আহমদশাহ আব্দালি ও মারাঠাদের মধ্যে
169) বাংলায় স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন ?
ANS: মুর্শিদকুলি খাঁ (1717 খ্রিঃ - 1727 খ্রিস্টাব্দে)
170) মুর্শিদকুলি খাঁর পূর্ব নাম কি ছিল ?
ANS: মহম্মদ হাদি
লেবেল