জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসূমহ

জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসূমহ


জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসূমহ যেমন, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, স্ফিগমোম্যানোমিটার, হিমোগ্লোবিনোমিটার, অপথ্যালমোস্কোপ, ক্লিনিক্যাল থার্মোমিটার, উইনট্রোব টিউব, প্রভৃতি যন্ত্র সমূহ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এক নজরে দেখে নেয়া যাক ।


জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসূমহ 


1) মাইক্রোস্কোপ 

ANS:  আণুবীক্ষণিক বস্তু পর্যবেক্ষণ করা হয় 

2) স্টেথোস্কোপ 

ANS:  হৃদপিন্ড ও ফুসফুস নিরীক্ষণ যন্ত্র 

3) স্ফিগমোম্যানোমিটার 

ANS:  রক্তচাপ মাপক যন্ত্র 

4) হিমোগ্লোবিনোমিটার 

ANS:  রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয় 

5) অপথ্যালমোস্কোপ 

ANS:  চক্ষু পরীক্ষা করা হয় 

6) ক্লিনিক্যাল থার্মোমিটার 

ANS:  মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা হয় 

7) উইনট্রোব টিউব 

ANS:  ESR পরিমাপ করা হয় 

8) হিমোসাইটোমিটার 

ANS:  রক্তকোশ গণনা করা হয় 

9) ইলেকট্রো কার্ডিওগ্রাফ 

ANS:  হৃদপিন্ডের তড়িৎ বিভব মাপা হয় 

10) ইলেক্ট্রো এনসেফালোগ্রাম 

ANS:  মস্তিষ্কের তড়িৎ বিভব মাপা হয় 

11) অটো অ্যানালাইজার 

ANS:  রক্তের নমুনা বিশ্লেষণ করা হয় 

12) আলট্রাসনোগ্রাফি 

ANS:  বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় 

13) CT স্ক্যান 

ANS:  এক্স রশমির মাধ্যমে বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার করা হয় 

14) ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (MRI) 

ANS:  শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও বেতার তরঙ্গের দ্বারা বিভিন্ন অঙ্গের ছবি তোলা হয় 

15) ডায়ালাইজার 

ANS:  বৃক্ষের কৃত্তিম ঝিল্লি বিশ্লেষণে ব্যবহার করা হয় 

16) পেসমেকার 

ANS:  কৃত্তিম হৃদ স্পন্দন সৃষ্টি করে 

17) অটোস্কোপ 

ANS:  কান পরীক্ষা করা হয়