ভারতের উল্লেখযোগ্য জলাধার সমূহ

Notable reservoirs of India

রিহান্দ নদীর উপর গোবিন্দবল্লভ পন্থ সাগর জলাধারটি উত্তরপ্রদেশে অবস্থিত । কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর জলাধারটি অন্ধপ্রদেশ রাজ্যে অবস্থিত । এছাড়াও ভারতের আরো অনেক উল্লেখযোগ্য জলাধার গুলি সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো 


ভারতের উল্লেখযোগ্য জলাধার সমূহ 


1) জলাধার - গোবিন্দবল্লভ পন্থ সাগর

নদী বাঁধ - রিহান্দ নদী

রাজ্য - উত্তর প্রদেশ 


2) জলাধার - গোবিন্দ সাগর

নদী বাঁধ - শতদ্রু নদী 

রাজ্য - হিমাচল প্রদেশ 


3) জলাধার - গান্ধী সাগর

নদী বাঁধ - চম্বল নদী

রাজ্য - মধ্যপ্রদেশ 


4) জলাধার - রানাপ্রতাপ সাগর

নদী বাঁধ - চম্বল নদী 

রাজ্য - রাজস্থান 


5) জলাধার - জহর সাগর

নদী বাঁধ - চম্বল নদী

রাজ্য - রাজস্থান 


6) জলাধার - নাগার্জুন সাগর

নদী বাঁধ - কৃষ্ণা নদী 

রাজ্য - অন্ধপ্রদেশ