পশ্চিমবঙ্গ GK | West Bengal GK in Bengali

পশ্চিমবঙ্গ GK | West Bengal GK in Bengali

এক নজরে ২০২২ পশ্চিমবঙ্গ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ gk গুলি সম্পর্কে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, জেলা, নদ নদী, পাহাড়-পর্বত, সমস্ত কিছু সম্পর্কে MCQ gk লেখা হয়েছে। সকল পরীক্ষার্থীদের এই পোস্টটি খুব কাজে আসবে । তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই পোস্টটি দেখবে । 


West Bengal GK in Bengali 


1) পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

ANS:  মমতা বন্দ্যোপাধ্যায় 

2) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি ?

ANS:  লা. গনেশন 

3) ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে পশ্চিমবঙ্গের স্থান কত তম ?

ANS:  ১৩ তম 

4) পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিলোমিটার ?

ANS:  ৮৮৭৫২ কিঃমিঃ 

5) পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি ?

ANS:  ২৩ টি

6) পশ্চিমবঙ্গের বর্তমান কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে ?

ANS:  ৫ টি

7) পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগ কি কি ?

ANS:  ১) জলপাইগুড়ি বিভাগ ২) মালদা বিভাগ ৩) বর্ধমান বিভাগ ৪) প্রেসিডেন্সি বিভাগ ৫) মেদিনীপুর বিভাগ 

8) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

ANS:  সান্দাকফু (৩৬৩০ মিঃ

9) ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি ?

ANS:  দার্জিলিংয়ের ঘুম রেলস্টেশন 

10) সান্দাকফু পর্বত শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত ?

ANS:  সিঙ্গালিলা পর্বতশ্রেণী 

11) দার্জিলিং পর্বতশ্রেণীর প্রধান শৃঙ্গ কোনটি ?

ANS:  টাইগার হিল (২৫৬৭ মিঃ) 

12) পশ্চিমবঙ্গে কোন জেলায় অযোধ্যা ও বাঘমুন্ডি পাহাড় অবস্থিত ?

ANS:  পুরুলিয়া জেলায় 

13) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

ANS:  গোর্গাবরু

14) পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রস্রবণ আছে ?

ANS:  বীরভূম জেলার বক্রেশ্বরে 

15) তরাই শব্দের অর্থ কি ?

ANS:  স্যাঁতসেতে 

16) পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি ?

ANS:  গঙ্গা 

17) পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে ?

ANS:  দামোদর নদ 

18) পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ?

ANS:  উষ্ণ আর্দ্র-ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি 

19) পশ্চিমবঙ্গে কোন জেলায় সর্বাধিক উষ্ণতা দেখা যায় ?

ANS:  বর্ধমান জেলার আসানসোলের সর্বাধিক উষ্ণতা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয় 

20) পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

ANS:  জলপাইগুড়ি জেলার পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ৫০০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় 

21) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয় ?

ANS:  বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে কম 95 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় ।

22) কাকে পশ্চিমে ঝঞ্ঝা বলে ?

ANS:  পশ্চিমবঙ্গের শীতকালে শান্ত আবহাওয়াকে বিপর্যস্ত করে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে বলে একে পশ্চিমী ঝঞ্জা বলে ।

23) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায় ?

ANS:  ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিদ্রাপং বা সিদরাপোঙ ।

24) কাকে ভারতের রূঢ় বলা হয় ?

ANS:  পশ্চিমবঙ্গের দুর্গাপুর কে 

25) ভারতের প্রথম কাগজ কল কোথায় গড়ে ওঠে ?

ANS:  ১৮৭০ সালে ভারতের প্রথম কাগজ কল হাওড়ার বালিতে স্থাপন করা হয়েছিল ।