কেন্দ্রীয় মন্ত্রীসভা ( Council of Prime Ministers )

Council of Prime Ministers

ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে তাঁর কাজে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকে । কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন ধরনের মন্ত্রীদের নিয়ে গঠিত হয় ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, ও উপমন্ত্রী । ক্যাবিনেট মন্ত্রীরা সাধারণত স্বাধীন দায়িত্বে থাকেন অথবা এবং মন্ত্রিসভায় অধিক মর্যাদা লাভ করেন । রাষ্ট্রমন্ত্রীদের স্থান মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীদের ঠিক পরেই । তাঁরা হয় স্বাধীন দপ্তরের দায়িত্বে থাকেন অথবা কোনও ক্যাবিনেট মন্ত্রীকে দায়িত্ব পালনে সাহায্য করেন । উপমন্ত্রীরা সাধারণত কোন ক্যাবিনেট মন্ত্রী অথবা রাষ্ট্র মন্ত্রীকে তার দায়িত্ব পালনে সহায়তা করেন । 


কেন্দ্রীয় মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা 


মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ বা দায়িত্বশীল থাকে ৭৫ (৩) ধারা অনুযায়ী । যৌথ দায়িত্বশীলতার অর্থ হল মন্ত্রিসভার কোনও একজন মন্ত্রীর কাজের জন্য সমগ্রমন্ত্রী সভাকে লোকসভার নিকট দায়ী থাকতে হয় । এই কারণে কোন একজন মন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রীসভা কে পদত্যাগ করতে হয় । 


কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্ভাব্য প্রশ্নোত্তর 


1) মন্ত্রিসভা কার কাছে যৌথ ভাবে দায়বদ্ধ থাকে ?

ANS:  লোকসভা 

2) প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই কোনটির সদস্য ? 

ANS:  ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের 

3) মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?

ANS:  লোকসভা 

4) কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ পদে বহাল থাকেন ?

ANS:  রাষ্ট্রপতি 

5) রাজ্যসভা মন্ত্রীপরিষদ কি করে ?

ANS:  নিয়ন্ত্রণ করেন 

6) মন্তি পরিষদের সদস্য সংখ্যা কত হবে সেটি কে নির্ধারণ করেন ?

ANS:  প্রধানমন্ত্রী 

7) কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ কিভাবে নিযুক্ত হন ?

ANS:  প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ।

8) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন কে ?

ANS:  প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি 

9) কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে কে সভাপতিত্ব করেন ?

ANS:  প্রধানমন্ত্রী 

10) সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক কতদিন ?

ANS:  ৬ মাস 

11) কেন্দ্রীয় মন্ত্রীসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন কার সুপারিশ অনুযায়ী ?

ANS:  প্রধানমন্ত্রী সুপারিশ অনুযায়ী 

12) যদি কোন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় তাহলে 

ANS:  সমগ্র মন্ত্রিসভা কে পদত্যাগ করতে হবে।

13) কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা আনতে হলে প্রস্তাবটিকে লোকসভায় কমপক্ষে কতজনের সমর্থন দরকার ?

ANS:  ৫০ জনের সমর্থন থাকতে হবে