সংবিধানের ১৬৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালকে তার কাজে সাহায্য করার জন্য ও তাকে পরামর্শ দেবার জন্য প্রত্যেকটি রাজ্য একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে । মুখ্যমন্ত্রীর সুপারিশে মন্ত্রীপরিষদের সদস্যরা নিযুক্ত হন এবং তাদের মধ্যে দপ্তর বন্টিত হয় । রাজ্য - মন্ত্রীপরিষদে ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী এই তিন ধরনের মন্ত্রীরা থাকেন । মন্ত্রিসভা তার কাজের জন্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে । বিধানসভায় আস্থা ( সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ) হারালে মন্ত্রিসভা কে পদত্যাগ করতে হয়।
রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন উত্তর
1) রাজ্য মন্ত্রিসভার প্রধান কে ?
ANS: সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
2) রাজ্যের মন্ত্রীপরিষদের সভায় সভাপতিত্ব করেন কে ?
ANS: মুখ্যমন্ত্রী
3) রাজ্যের মন্ত্রীপরিষদ সম্মিলিত ভাবে কার কাছে দায়বদ্ধ থাকে ?
ANS: বিধানসভা
4) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে অথবা তার মৃত্যু ঘটনা ঘটলে মন্তিপরিষদের কি ঘটবে ?
ANS: আপনা থেকে সংশ্লিষ্ট মন্ত্রীপরিষদ ভেঙে যায়
5) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন কে ?
ANS: মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল
6) রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে ?
ANS: রাজ্যপাল
7) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার মন্ত্রী পরিষদের কোন সদস্যকে মন্ত্রকচূ্ত করতে চান তাহলে তিনি উক্ত মন্ত্রীকে -
ANS: (১) পদত্যাগ পত্র প্রেরণের নির্দেশ দিতে পারেন (২) রাজ্যপালের দ্বারা বরখাস্ত করাতে পারেন (৩) মন্তিপরিষদের রিসাফলিং করার মাধ্যমে মন্ত্রক করতে পারেন
8) রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বেতন ও ভাতা ঠিক হয় কার দ্বারা ?
ANS: রাজ্য আইনসভার দ্বারা
9) রাজ্য আইনসভার সদস্য না হয়েও রাজ্য মন্ত্রিসভার সদস্য থাকা যায় সর্বাধিক কত মাস ?
ANS: ৬ মাস
10) রাজ্য মন্ত্রী পরিষদের সভায় কে পৌরহিত্য করেন ?
ANS: মুখ্যমন্ত্রী
লেবেল