অর্থবিল Money Bill


Money Bill

অর্থবিল এর সংজ্ঞা প্রদত্ত হয়েছে ভারতীয় সংবিধানের ১১০ ধারায় । অর্থবিল উত্থাপিত হতে পারে কেবলমাত্র লোকসভায় অর্থবিল লোকসভায় পাস হওয়ার পর রাজ্য সভায় প্রেরিত হয় । অর্থবিল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যসভা সর্বাধিক ১৪ দিন সময় পায় । বিল পরিবর্তন সম্পর্কে পরামর্শ থাকলে, সেই পরামর্শ এর সাথে অর্থ বিল লোকসভায় পুনর প্রেরণ করতে হয় ১৪ দিনের মধ্যে । লোকসভায ইচ্ছা করলে সেই পরামর্শ গ্রহণ করতে পারে, আবার নাও গ্রহণ করতে পারে । গ্রহন করলে পরিবর্তিত বিল বা না গ্রহণ করলে অপরিবর্তিত বিলটি রাষ্ট্রপতির কাছে প্রেরিত হয় তার স্বাক্ষর লাভের জন্য । 


অর্থবিল বা Money Bill

রাজ্য সভায় প্রেরিত কোন অর্থবিল সম্পর্কে রাজ্যসভা ১৪ দিনের মধ্যে নিজের মতামত না জানালে, বিলটি রাজ্য সভায় পাস হয়ে গেছে ধরে নিয়ে সরাসরি লোকসভা থেকে রাষ্ট্রপতির কাছে প্রেরিত হয় স্বাক্ষর লাভের জন্য । অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর বিবেচনার জন্য বিলটি কে না পাঠিয়ে বিলটিকে স্বাক্ষর দানে বাধ্য থাকেন 



অর্থবিল না অর্থবিল নয় চূড়ান্ত সিদ্ধান্ত

কোন বিল অর্থ বিল না অর্থবিল নয় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা ভারতীয় সংবিধান প্রদান করেছে লোকসভার স্পিকারকে 


অর্থবিল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

1) যখন কোন অর্থ বিল রাজ্যসভায় পাঠানো হয় তখন রাজ্যসভার সেটি কে কত দিনের মধ্যে রিটার্ন করতে বাধ্য থাকে ?

ANS:  ১৪ দিনের মধ্যে 

2) অর্থবিল কেবলমাত্র কোন স্তরে উত্থাপিত হতে পারে ?

ANS:  কেবলমাত্র লোকসভায় 

3) কোন বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন ?

ANS:  লোকসভার স্পিকার বা অধ্যক্ষ 

4) লোকসভায় কোন অর্থ বিল পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক কত দিন বিলম্ব করতে পারেন ?

ANS:  ১৪ দিন 

5) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানোমতি আবশ্যক ?

ANS:  রাজ্যপালের