অর্থ কমিশন (finance commission)

Finance commission

ভারতীয় সংবিধানের ২৮০ নম্বর ধারায় অর্থ কমিশনের গঠনের কথা বলা হয়েছে । প্রত্যেক পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন । অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান ও আরো চারজন সদস্যকে নিয়ে । ভারতের কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্যগুলি কি পরিমান অর্থ পাবে সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে পরামর্শদানই অর্থ কমিশনের প্রধান কাজ ।

অর্থ কমিশনের পালনীয় দায়িত্ব 


ক) কর হিসাবে টাকা কিভাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভাজিত হবে সে বিষয়ে নীতি নির্ধারণের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান ।

ক) "ভারতের সঞ্চিত তহবিল " থেকে টাকা কিসের ভিত্তিতে রাজ্যগুলির কাছে গ্রান্টস- ইন-এইড রূপে যাবে সেই নীতি নির্ধারণ ।

গ) রাষ্ট্রের প্রয়োজনে কোন আর্থিক বিষয়ে যদি রাষ্ট্রপতি কোন পরামর্শ চান তাহলে সেই পরামর্শ প্রদান ।

অর্থ কমিশন তার রিপোর্ট পেশ করে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সেই প্রতিবেদন সংসদের উভয়কক্ষে প্রকাশ করেন। 


অর্থ কমিশন থেকে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর


1) অর্থ কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন ?
ANS:  ভারতের রাষ্ট্রপতি 
2) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে ?
ANS:  ২৮০ নম্বর ধারা অনুযায়ী 
3) ভারতের রাষ্ট্রপতি অর্থ কমিশন কত বছর অন্তর অন্তর গঠন করেন ?
ANS:  প্রতি পাঁচ বছর অন্তর 
4) অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে ?
ANS:  চারজন সদস্য নিয়ে
5) অর্থ কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করে কার কাছে ?
ANS:  রাষ্ট্রপতির কাছে