ভারতের নির্বাচন কমিশন একটি স্বয়ং শাসিত আধা সংবিধানিক সংস্থা । ২৫ শে জানুয়ারি ১৯৫০ সালে ভারতের প্রথম নির্বাচন কমিশন গঠিত হয় । ভারতীয় সংবিধানের 15 নম্বর পার্টে ৩২৪ থেকে ৩২৯ ধারায় ভারতের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে । ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা গুলির সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন প্রস্তুতি, পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে নির্বাচন কমিশনের স্কন্ধে ৩২৪ (১) ধারায় ।
ভারতের নির্বাচন কমিশন
ভারতীয় সংবিধানের ৩২৪ এর দুই নম্বর ধারায় বলা হয়েছে নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনের ও কয়েকজন নির্বাচন কমিশনার থাকবে । নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা সম্বন্ধে সংবিধানে কিছু বলা হয়নি । বর্তমানে নির্বাচন কমিশনে মোট তিনজন সদস্য আছেন নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে সে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামতের চূড়ান্ত বলে বিবেচিত হয় ।
ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী
১৮৮৯ সালের অক্টোবর মাস পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যপ্রণালী পরিচালনার জন্য কেবলমাত্র একজন নির্বাচন কমিশনার নিযুক্ত হতেন । অক্টোবর মাসের পর সেই বছরেই দুজন কমিশনার কে নিযুক্ত করা হলেও পরের বছরেই ১৯৯০ এই ব্যবস্থা প্রত্যাহার করে নেয়া হয় । ১৯৯১ সালে দুজন নির্বাচন কমিশনার নিযুক্ত করার পক্ষে আইন পাস হয় পার্লামেন্টে । ১৯৯৩ সালে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও দুজন কমিশনারের নিযুক্তিকরণ ও তাদের দায়িত্ব সংক্রান্ত সংশোধনী আইন পাস হয় ।
ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুকুমার সেন ।
ভারতের নির্বাচন কমিশনের পদচ্যুতি
মুখ্য নির্বাচন কমিশনারকে পদশ চুক্তি বা ইমপিসমেন্ট করতে হলে ইমপিজমেন্টের প্রস্তাবটিকে পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিত ও ভোটদান কারী সদস্যের এক তৃতীয় অংশের সমর্থন লাভ করতে হয় । সংসদের অনুমোদন প্রাপ্তির পর রাষ্ট্রপতির মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে পারেন । কমিশনের অন্য সদস্যদের মুখ্য নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া পদচ্যুত করা যায় না ।
ভারতের নির্বাচন কমিশনের পালনীয় দায়িত্ব
(ক) ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন ।
(খ) সংসদ, বিধানসভা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তদারিক ও পরিচালনা করা ।
(গ) নির্বাচনের তারিখ মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ও মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ ও ঘোষণা ইত্যাদি সহ নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট প্রস্তুত করা নির্বাচনের পর ভোট গণনা ও ফল ঘোষণা ।
(ঘ) নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিরোধের ক্ষেত্রে তদন্ত কমিশন গঠন করা।
(ঙ) বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনী পথিক প্রদান করা ।
(চ) নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোন কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা, বাতিল করা, পুনর্বাচনের ব্যবস্থা করা ।
(ছ) সংসদ ও রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপাল কে পরামর্শ প্রদান ।
(জ) রাজনৈতিক দল প্রার্থী ভোটদাতা ও নির্বাচন কর্মীদের জন্য আচরণ বিধি প্রস্তুত করা ।
(ঝ) নির্বাচকদের পরিচয় পত্র প্রদান ।
ভারতের নির্বাচন কমিশনের Previous year question
1) ভারতের মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে ?
ANS: রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হন
2) ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন কার দ্বারা ?
ANS: ভারতের রাষ্ট্রপতির দ্বারা
3) ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আর কতজন কমিশনার আছে ?
ANS: দুজন নির্বাচন কমিশনার
4) মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পদচ্যুত করতে পারেন কে ?
ANS: রাষ্ট্রপতি সংসদের সুপারিশে
5) মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া বাকি দুজন নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ?
ANS: রাষ্ট্রপতি কর্তৃক
6) নির্বাচন কমিশনররা নিযুক্ত হন কত বছরের জন্য ?
ANS: পাঁচ বছরের জন্য
7) মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া অন্য দুজন নির্বাচন কমিশনারদের নির্দিষ্ট সময়ের আগে পদচ্যুতি করা যায় কার কর্তৃক ?
ANS: মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশের রাষ্ট্রপতি কর্তৃক ।
লেবেল