UPSC ( কেন্দ্রীয় লোকসেবা কৃত্যক )

UPSC

 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে কতজন সদস্য থাকবেন সেটি নির্ধারণ করেন রাষ্ট্রপতি । বর্তমানে UPSC তে একজন চেয়ারম্যান এবং তিনি ছাড়াও আরো আটজন সদস্য থাকেন । UPSC সদস্যদের ট্রামঃ ছয় বছর । হয় ৬ বছরের টার্মের শেষে অথবা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করতে হয় UPSC সদস্যদের । সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে 'মিসবিহেভিয়ার' এর গ্রাউন্ডে, রাষ্ট্রপতি, টার্ম শেষ হওয়ার আগেই UPSC  এক বা একাধিক সদস্যকে ইমপিচ করতে পারে । 


UPSC এর পালনীয় দায়িত্ব 


ক) সর্বভারতীয় ও কেন্দ্রীয় পরিষেবা গুলির জন্য কর্মী নিয়োগ সংক্রান্ত পরীক্ষাগুলির আয়োজন ও পরিচালনা করা ।
খ) যেসব বিষয় কমিশনের কাছে উপস্থিত হবে এবং অন্য যেসব বিষয় রাষ্ট্রপতি কমিশনের কাছে উপস্থিত করবেন এইসব বিষয়ে কমিশন তার পরামর্শদান করবে ।
গ) সংসদ আইন প্রণয়ন করে কমিশনের উপর অতিরিক্ত দায়িত্ব প্রদান করলে কমিশনকে তা পালন করতে হবে।
ঘ) প্রতিবছর রাষ্ট্রপতির কাছে কমিশন তার কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন পেশ করে । রাষ্ট্রপতি সেই প্রতিবেদন প্রকাশ করেন সংসদের উভয় কক্ষে । 


UPSC previous year question and answer


1) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন ?
ANS:  ৬৫ বছর বয়সে 

2) স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন ?
ANS:  সংশ্লিষ্ট রাজ্যর রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন ।

3) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে গঠিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ?
ANS:  ৩১৫ নং ধারায়

4) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আমরাদের সিভিল সার্ভেন্ট সাংবিধানিক নিরাপত্তা বা কনস্টিটিউশনাল সেভগারডস এর বিষয়টি আলোচিত হয়েছে ?
ANS:  ৩১১ নম্বর ধারায়

5) ভারতের সংবিধানের তিন প্রকারের কৃত্যকের কথা বলা হয়েছে - সেগুলি কি কি  ?
ANS:  সর্বভারতীয় কৃত্যক , কেন্দ্রীয় ও রাজ্য কৃত্যক 

6) সর্বভারতীয় কৃত্যক জন্য নিয়োগের দায়িত্ব ন্যস্ত আছে কার ওপর ?
ANS:  কেন্দ্রীয় কৃত্যকের ওপর

7) সর্বভারতীয় কৃত্যকের সদস্যদের নিয়োগ করেন কে ? 
ANS:  রাষ্ট্রপতি 

8) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন সৃষ্টি হয় কি ভাবে ?
ANS:   সংবিধান দ্বারা 

9) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন বর্তমানে গঠিত হয় একজন সভাপতি এবং কতজন সদস্য নিয়ে ?
ANS:  ৮ জন সদস্য নিয়ে 

10) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সভাপতি নিযুক্ত হন কার দ্বারা ?
ANS:  রাষ্ট্রপতির দ্বারা 

11) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা ?
ANS:  রাষ্ট্রপতির দ্বারা 

12) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যরা সপদে আসীন থাকে কত বছর ?
ANS:  ছয় বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত 

13) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যুত করা যায় কিভাবে ?
ANS:  সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা

14) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া যায় কার সুপারিশ ক্রমে ?
ANS:  সংসদের সুপারিশে 

15) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন পেশ করে কার কাছে ?
ANS:  রাষ্ট্রপতির কাছে 

16) কোনটি সর্বভারতীয় কৃত্যক নয় ?
ANS:  ভারতীয় বিদেশ কৃত্যক 

17) ভারতের সর্বভারতীয় কৃত্যক তৈরি করা যায় কার দ্বারা ?
ANS:  সংসদ দ্বারা