পার্লামেন্ট কর্তৃক নির্দিষ্ট আইন অনুসারে অর্থের যথাযথ ব্যয় হচ্ছে কিনা তা দেখার জন্য সংবিধানের ১৫৮ নং ধারার অধীনে ভারতের নিয়ন্ত্রক ও মহা গণনা পরীক্ষক ( কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল / CAG) এর পদটি সৃষ্টি করা হয়েছে ।
নিয়ন্তক ও মহাগণনা পরীক্ষক CAG
CAG রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, তার পদের মেয়াদঃ ছয় বছর । এই টার্মের শেষে অথবা শেষ হওয়ার আগেই যদি তার বয়স ৬৫ বছর হয়ে যায়, তাহলে তখন তাঁকে অবসর গ্রহণ করতে হয় । এর আগে, ক্যাগের পদযুক্তির প্রস্তাব যদি সংসদের উভয় কক্ষে উপস্থিত ও ভোটদান কারী সদস্যদের দুই- তৃতীয়াংশ দ্বারা সমর্থিত হয় তাহলে তার ভিত্তিতে রাষ্ট্রপতি সিএজিকে প্রদক্ষিত করতে পারেন ।
CAG এর কার্যাবলী
আগে CAG কে হিসেব রক্ষণাবেক্ষণ একাউন্ট মেনটেনেন্স বা নিরীক্ষণ অডিটিং দুটি কাজই করতে । হতো হাজার 1976 সালে সিএজিকে একাউন্ট মেনটেনেন্স এর কাছ থেকে অব্যাহতি দেয়া হয় । তারপর থেকে CAG শুধুমাত্র তার অডিটিং সংক্রান্ত দায়িত্ব পালন করেন ।
CAG থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তর
1) CAG এর কাজ কি ?
ANS: সরকারের মুখ্য আইনগত উপদেষ্টা হিসেবে কাজ করেন
2) কার কর্তৃক CAG নিযুক্ত হন ?
ANS: রাষ্ট্রপতি কর্তৃক
3) CAG কত বছরের জন্য নিযুক্ত হন ?
ANS: ৬ বছরের জন্য
4) CAG কিভাবে পদচ্যুত করা যায় ?
ANS: সংসদের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক
5) CAG এর বেতন ও ভাতা ধার্য থাকে কার ওপর ?
ANS: ভারতের সঞ্চিত তহবিলের উপর
6) CAG এর কাজ কি ?
ANS: কেবল হিসাব পরীক্ষা করা
7) CAG তার বার্ষিক প্রতিবেদন পেশ করেন কার কাছে ?
ANS: রাষ্ট্রপতির কাছে
8) CAG কোন সংসদীয় কমিটির সাথে যুক্ত থাকেন ?
ANS: সরকারি হিসাব রক্ষা কমিটির সাথে
লেবেল