পশ্চিমবঙ্গের বর্তমান ২৩ টি জেলা এবং জেলা সদর দফতরের নাম

পশ্চিমবঙ্গের 23 টি জেলার সদর দফতরের নাম



      জেলা                 জেলা সদর

1)  আলিপুরদুয়ার  —  আলিপুরদুয়ার   ( 2014)

2)  কালিম্পং —   কালিম্পং  (2017)

3)  ঝাড়গ্রাম  —   ঝাড়গ্রাম  (2017)

4)  পশ্চিম বর্ধমান   —  আসানসোল    (নব গঠিত 2017)

5)  কোচবিহার  —   কোচবিহার

6)  জলপাইগুড়ি  —  জলপাইগুড়ি

7)  দার্জিলিং  —  দার্জিলিং

8)  উত্তর দিনাজপুর  —   রায়গঞ্জ

9)   দক্ষিন দিনাজপুর  —   বালুরঘাট

10)  মালদহ  —   ইংলিশ বাজার

11)  মুর্শিদাবাদ  —   বহরমপুর

12)  বাঁকুড়া  —   বাঁকুড়া

13)  বীরভূম  —   সিউড়ি

14)  পুরুলিয়া  —   পুরুলিয়া

15)  নদিয়া  —   কৃষ্ণনগর

16)  পূর্ব বর্ধমান  —   বর্ধমান

17)  উত্তর 24 পরগনা  —  বারাসাত

18)  দক্ষিন 24 পরগনা  —  আলিপুর

19)  কলকাতা  —   কলকাতা

20)  পূর্ব মেদিনীপুর  —   তমলুক

21)  পশ্চিম মেদিনীপুর  —  মেদিনীপুর

22)  হাওড়া   —   হাওড়া

23)  হুগলি   —   চুঁচুড়া


   💥 জেনে রাখা দরকার 💥


1) পশ্চিমবঙ্গের আয়তন কত  ?

ANS:  88,752  বর্গকিমি

2)  পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত  ?

ANS:  পূর্ব ভারতে অবস্থিত

3)  পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর নাম কি  ?

ANS:  বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অসম, সিকিম

4)  পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি  ?

ANS:  কলকাতা

5)  পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত  ?

ANS:  42 টি

6)  পশ্চিমবঙ্গের রাজ্য সভার আসন সংখ্যা কত  ?

ANS:  16 টি

7)  পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত  ?

ANS:  294 টি

8)  পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি  ?

ANS:  দক্ষিন 24 পরগনা জেলা

9)  পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি  ?

ANS:  কলকাতা

10)  পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোন টি  ?

ANS:  সান্দাকফু (3636 মিটার )

11)  পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি  ?

ANS:  কলকাতা

12)  পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন  ?

ANS:  ড: প্রফুল্ল চন্দ্র ঘোষ

13)  পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন  ?

ANS:  চক্রবর্তী রাজাগোপালাচারি

14)  পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি  ?

ANS:  শিউলি

15)  পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি  ?

ANS:  ছাতিম গাছ

16)  পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি  ?

ANS:  শ্বেতকণ্ঠ মাছরাঙা

17)  পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি  ?

ANS:  মেছো বিড়াল

18)  পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা গিয়েছে  ?

ANS:  কর্কটক্রান্তি রেখা

19)  পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে  ?

ANS:  4 টি  ( পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া )

20)  পশ্চিমবঙ্গের সীমানা কয়টি স্বাধীন দেশের সাথে যুক্ত  ?

ANS:  3 টি ( বাংলাদেশ, নেপাল, ভূটানে )

21)  পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি  ?

ANS:  বাংলাদেশ

22)  পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি  ?

ANS:  ভূটান‌