বিভিন্ন সরকারি নথির নাম

 

Names of various government documents

বিভিন্ন সরকারি নথি যেমন ব্লু বুক, অরেঞ্জ বুক, গ্রিনবুক, গ্রে বুক, হোয়াইট বুক, ইয়েলো বুক, জয়েন্ট পেপার, হোয়াইট পেপার ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে ।


বিভিন্ন সরকারি নথির নাম 


1) ব্লু বুক কোন দেশের সরকারি নথিপত্র ?

ANS:  গ্রেট ব্রিটেনের যে কোনো সরকারি নথি, প্রতিবেদন বা দলিল 

2) অরেঞ্জ বুক কোন দেশের সরকারি নথিপত্র ?

ANS:  নেদারল্যান্ডস 

3) গ্রিনবুক কোন দেশের সরকারি নথিপত্র ?

ANS:  ইটালি ও ইরান 

4) গ্রে বুক কোন দেশের সরকারি নথিপত্র ?

ANS:  জাপান ও বেলজিয়াম 

5) হোয়াইট বুক কোন দেশের সরকারি নথিপত্র ?

ANS:  চিন, পোর্তুগাল এবং জার্মানি 

6) ইয়েলো বুক কোন দেশের সরকারি নথিপত্র ?

ANS:  ফ্রান্স 

7) জয়েন্ট পেপার (যৌথপত্র) কী ?

ANS:  দুই বা ততোধিক সরকারের যৌথ প্রতিবেদন বা প্রকাশন 

8) হোয়াইট পেপার ( শ্বেতপত্র ) কী ?

ANS:  বিভিন্ন দেশের কোনো বিশেষ বিষয়ের ওপর সেইসব দেশের সরকারের নিজস্ব বিশেষ দৃষ্টি ভঙ্গি, সিদ্ধান্ত সম্পর্কিত ঘোষণাসহ ছোটো পুস্তিকা বা প্যামফ্লেট ।