বিভিন্ন সরকারি নথি যেমন ব্লু বুক, অরেঞ্জ বুক, গ্রিনবুক, গ্রে বুক, হোয়াইট বুক, ইয়েলো বুক, জয়েন্ট পেপার, হোয়াইট পেপার ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে ।
বিভিন্ন সরকারি নথির নাম
1) ব্লু বুক কোন দেশের সরকারি নথিপত্র ?
ANS: গ্রেট ব্রিটেনের যে কোনো সরকারি নথি, প্রতিবেদন বা দলিল
2) অরেঞ্জ বুক কোন দেশের সরকারি নথিপত্র ?
ANS: নেদারল্যান্ডস
3) গ্রিনবুক কোন দেশের সরকারি নথিপত্র ?
ANS: ইটালি ও ইরান
4) গ্রে বুক কোন দেশের সরকারি নথিপত্র ?
ANS: জাপান ও বেলজিয়াম
5) হোয়াইট বুক কোন দেশের সরকারি নথিপত্র ?
ANS: চিন, পোর্তুগাল এবং জার্মানি
6) ইয়েলো বুক কোন দেশের সরকারি নথিপত্র ?
ANS: ফ্রান্স
7) জয়েন্ট পেপার (যৌথপত্র) কী ?
ANS: দুই বা ততোধিক সরকারের যৌথ প্রতিবেদন বা প্রকাশন
8) হোয়াইট পেপার ( শ্বেতপত্র ) কী ?
ANS: বিভিন্ন দেশের কোনো বিশেষ বিষয়ের ওপর সেইসব দেশের সরকারের নিজস্ব বিশেষ দৃষ্টি ভঙ্গি, সিদ্ধান্ত সম্পর্কিত ঘোষণাসহ ছোটো পুস্তিকা বা প্যামফ্লেট ।
লেবেল