বিশ্বের বিখ্যাত কিছু স্থান

Some famous places in the world


বিশ্বের বিখ্যাত কিছু স্থান, যেমন হলিউড, ওয়াল স্ট্রিট, দালাল স্ট্রিট, আনারকলি বাজার, ফ্লিট স্ট্রিট, হাইড পার্ক, কেনেডি, রেড স্কোয়ার, তহরির স্কোয়ার, মক্কা, রাইসিনা হিল, তিয়েনান মেন স্কোয়ার এই সব বিখ্যাত কিছু স্থান গুলি সম্পর্কে সকল চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ করে জানা দরকার। নিম্নে এই বিখ্যাত স্নান গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে ।


বিশ্বের বিখ্যাত কিছু স্থান 


1) ওয়াল স্ট্রিট 

➨  নিউইয়র্ক শহরের একটি বিখ্যাত সড়ক ও স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র 

2) দালাল স্ট্রিট 

➨  মুম্বাই শহরের একটি বিখ্যাত সড়ক ও বোম্বে স্টক এক্সচেঞ্জ এর প্রধান কেন্দ্র 

3) আনারকলি বাজার 

➨  পাকিস্তানের লাহোরে অবস্থিত প্রায় দু'শো বছরের প্রাচীন বাণিজ্য কেন্দ্র 

4) ফ্লিট স্ট্রিট 

➨  লন্ডনের প্রধান প্রধান সংবাদপত্র গুলির কার্যালয় অবস্থিত 

5) হাইড পার্ক 

➨  লন্ডনের বিখ্যাত পার্ক, জনসভা, বিভিদ অনুষ্ঠান ইত্যাদির জন্য প্রসিদ্ধ 

6) কেপ ক্যানাভেরাল / কেনেডি 

➨  আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র 

7) হলিউড 

➨  আমেরিকার প্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র 

8) রেড স্কোয়ার 

➨  মস্কোয় অবস্থিত বিখ্যাত নগর চত্বর, রাজনৈতিক জনসভা ইত্যাদি অনুষ্ঠিত হয় 

9) তহরির স্কোয়ার 

➨  কায়রো শহরে অবস্থিত নগরচত্বর, মিশর বিপ্লব  (2011) জন্য খ্যাত 

10) মক্কা 

➨  সৌদি আরবে অবস্থিত মুসলিমদের পবিত্র ধর্মস্থান, হযরত মুহাম্মদ এর জন্ম ভূমি 

11) রাইসিনা হিল 

➨  দিল্লির এই অঞ্চলে রাষ্ট্রপতি ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত 

12) তিয়েনানমেন স্কোয়ার 

➨  বেজিং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত নগরচত্বর