পৃথিবীর সপ্তম আশ্চর্য সমূহ তাজমহল, চিচেেন ইৎজা, ক্রাইস্ট দ্য রিডীমার, কলোসিয়াম, চিনের প্রাচীর, মাচু পিচু, পেট্রা এই সব বিখ্যাত কিছু আশ্চর্য জায়গা গুলি সম্পর্কে সকল চাকরির পরীক্ষার্থীদের বিশেষ করে জানা দরকার। নিম্নে এই বিখ্যাত স্নান গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে
পৃথিবীর সপ্তম আশ্চর্য সমূহ
1) তাজমহল (1643 খ্রিস্টাব্দ)
➨ উত্তর প্রদেশের আগ্রাশহরে অবস্থিত সম্রাট শাহজাহান নির্মিত স্মৃতি সৌধ
2) চিচেন ইৎজা ( 600 খ্রিস্টাব্দ )
➨ মেক্সিকোর ইউকাটানে অবস্থিত মায়া সভ্যতার একটি বিখ্যাত পিরামিড ?
3) ক্রাইস্ট দ্য রিডীমার (1931 খ্রিস্টাব্দ )
➨ ব্রাজিলের রিও ডি জেনিরোয় অবস্থিত জিশু খ্রিস্টের বিশাল মূর্তি
4) কলোসিয়াম ( 80 খ্রিস্টাব্দ )
➨ রোমের প্রাচীন প্রক্ষাগৃহ
5) চিনের প্রাচীর ( 700 খ্রিস্টাব্দ )
➨ চার হাজার মাইল দীর্ঘ মনুষ্য নির্মিত প্রাচীর, প্রাচীন চৈনিক সভ্যতার বিখ্যাত নিদর্শন
6) মাচু পিচু 1450 ( খ্রিস্টাব্দ )
➨ পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার নিদর্শন
7) পেট্রা ( 312 খ্রিস্টাব্দ )
➨ জর্ডনে অবস্থিত একটি ঐতিহাসিক শহর
লেবেল