এক নজরে দেখে নেয়া যাক বিশ্বের সব প্রথম মহিলাদেরকে । যারা বিভিন্ন সময় বিশ্বের মধ্যে নিজেদেরকে এক অন্য জায়গায় নিয়ে গেছে । তাদের প্রতিভা তাদেরকে বিশ্বের অন্য সব মহিলাদের থেকে সবসময় আলাদা করে রেখেছে । নীচে এই সব প্রতিভাবান মহিলাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে ।
এক নজরে বিশ্বের প্রথম মহিলা
1) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ?
ANS: সিরিমাভো বন্দরনায়েকে ( শ্রীলঙ্কা )
2) মুসলিম দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ছিল
ANS: বেনজির ভুট্টো (পাকিস্তান)
3) ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ছিল ?
ANS: মার্গারেট থ্যাচার (আয়রন লেডি)
4) মাউন্ট এভারেস্ট আহরণ কারী প্রথম মহিলার নাম কি ?
ANS: জুংকো তাবেই (জাপান)
5) রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতির নাম কি ছিল ?
ANS: বিজয়লক্ষী পন্ডিত (ভারত)
6) বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?
ANS: ভ্যালেন্তিনা তেরেসকোভা (সোভিয়েত রাশিয়া)
7) আন্টার্টিকা বিজয়ী বিশ্বের প্রথম মহিলা নাম কি ?
ANS: ক্যারোলিন মাইকেলসন (ডেনমার্ক)
8) উত্তর মেরু বিজয়ী বিশ্বের প্রথম মহিলা কে ছিলেন ?
ANS: ফ্রান ফিলিপস
9) বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
ANS: মারিয়া এসটেলা পেরন (আর্জেন্টিনা)
10) বিশ্বের প্রথম মহিলা মহাকাশ পর্যটক কে ছিলেন
ANS: আনাউশে আনসারি (ইরান)
11) বিশ্বের প্রথম মহিলা ইউনিভার্স কে হয়েছিলেন ?
ANS: আরামি কুসেলা ( ফিনল্যান্ড 1952)
12) বিশ্বের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন
ANS: কিকি হ্যাকনসন ( সুইডেন 1951)
13) ভু প্রদক্ষিণকারী বিশ্বের প্রথম মহিলা কে
ANS: জিন ব্যারেট
14) নোবেল পুরস্কার প্রাপক ও একাধিক নোবেল পুরস্কার প্রাপক বিশ্বের প্রথম মহিলা কে ?
ANS: মেরি কুরি
15) ম্যান বুকার পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে ছিলেন ?
ANS: বার্নিস রুবেনস
16) অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে ?
ANS: অ্যালিসন হারগ্রিভস
17) আন্তর্জাতিক ফুটবল সংঘের প্রথম মহিলা রেফারির নাম কি ?
ANS: লিন্ডা ব্ল্যাক
18) বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ?
ANS: আলেকজান্দ্রিয়া কালানতাই
19) বিশ্বের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ?
ANS: সান্দ্রা ডে ও কোনার (মার্কিন যুক্তরাষ্ট্র)
20) বিশ্বের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রীর নাম কি ?
ANS: মার্গারেট বন্ডফিল্ড
লেবেল