ভারতের ২৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের LT. গভর্নরের নাম

ভারতের ২৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নরের নাম

ভারতের বর্তমান ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে । এই রাজ্য ও কেন্দ্রশাষিত অঞ্চল গুলির আলাদা আলাদা মুখ্যমন্ত্রী ও LT. গভর্ণর রয়েছেন । আমরা তাদের নামগুলি অনেকেই জানিনা । আজকে চলো একবার বর্তমান ২৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের LT. গভর্নরের নাম গুলি দেখে নি । 


ভারতের ২৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের LT. গভর্নরের নাম 


       রাজ্য               মুখ্যমন্ত্রী


1) অন্দ্রপ্রদেশ — Y.S. জগন মোহন রেড্ডি 


2) অরুণাচলপ্রদেশ - পেমা খান্ডু


3) অসম — হিমন্ত বিশ্ব শর্মা 


4) উত্তরপ্রদেশ — যোগী আদিত্যনাথ 


5) উত্তরাখণ্ড — পুষ্কর সিং ধাম 


6) ওড়িশা — নবীন পট্টনায়েক


7) কর্ণাটক — বাসভরাজ বোম্মাই 


8) কেরালা - পিনারাই বিজয়ন


9) গুজরাট — ভূপেন্দ্র প্যাটেল


10) গোয়া — প্রমোদ সাওয়ান্ত 


11) ছত্তিশগড় — ভূপেশ বাঘেল 


12) ঝাড়খন্ড — হেমন্ত সোরেন


13) তামিলনাড়ু — M.K. স্ট্যালিন


14) তেলেঙ্গানা — K. চন্দ্রশেখর রাও 


15) ত্রিপুরা — বিপ্লব কুমার দেব


16) নাগাল্যান্ড — নেইফিও রিও 


17) পশ্চিমবঙ্গ — মমতা বন্দ্যোপাধ্যায়


18) পাঞ্জাব — চরণজিত সিং চন্নী 


19) বিহার — নীতিশ কুমার


20) মণিপুর — N বীরেন সিং


21) মধ্যপ্রদেশ — শিবরাজ সিং চৌহান


22) মহারাস্ট্র — উদ্ধব ঠাকরে 


23) মিজোরাম — P.U. জোরামথাঙ্গা 


24) মেঘালয় — কনরাড K সাংমা 


25) হরিয়ানা — মনোহরলাল খট্টর 


26) হিমাচলপ্রদেশ — জয়রাম ঠাকুর


27) রাজস্থান — অশোক গেহলট


28) সিকিম — প্রেম সিং তামাং 



ভারতের ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের LT. গভর্নরের নাম 


1) দিল্লি — অরবিন্দ কেজরিওয়াল 


2) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ — প্রফুল্ল K. প্যাটেল 


3) লাক্ষাদ্বীপ — প্রফুল্ল K. প্যাটেল 


4) চন্ডীগড় — বনওয়ারীলাল পুরোহিত


5) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ — অ্যাডমিরাল (অব) D.K. জোশি


6) পুদুচেরি — তামিলিসাই সৌন্দররাজন 


7) জম্বু ও কাশ্মীর - মনোজ সিনহা


8) লাদাখ — রাধা কৃষ্ণ মাথুর