শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি (সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)-র চেয়ারপারসন পদে মাধবী পুরী বুচের নাম ঘোষণা করা হলো । তিনি এই পদে প্রথম মহিলা তো বটেই, তার আগে সেবি-র পর্ষদেও প্রথম পূর্ণ সময়ের মহিলা সদস্য ছিলেন ।
সেবি-র শীর্ষে প্রথম মহিলা মাধবী পুরী বুচ
মাধবী পুরী বুচ একইসঙ্গে সরকারি নিয়ন্ত্রক সংস্থাটির শীর্ষপদে বেসরকারি ক্ষেত্র থেকে আসা প্রথম ব্যক্তিও তিনি । ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী তরফে জানানো হয়েছে আগামী তিন বছরের জন্য বুচের নিয়োগে সায় দিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিয়োগ কমিটি । এই দিনই এই পদে অজয় ত্যাগীর মেয়াদ শেষ হয়েছে । 57 বছর বয়সী মাধবী পড়াশোনা দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ । এমবিএ করেছেন আইআইটি আমেদাবাদ থেকে । আই সি আই সি আই গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় 17 বছরের বেশি কাজ করেছেন তিনি । তারমধ্যে আই সি আই সি আই ব্যাংকের নানা পদে ছিলেন 12 বছর । তিন বছর ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর, পরে আই সি আই সি আই সিকিউরিটিজের CEO । তারপরে অন্যান্য সংস্থার উচ্চপদে আসীন ছিলেন । ২০১১ - ২০১৭ পর্যন্ত নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন আইডিয়া সেলুলারে । সব মিলিয়ে আর্থিক পরিষেবা বাজারের তিন দশকের অভিজ্ঞতা রয়েছে মাধবী বুচের । তাকে ২০১৭ সালের 5 এপ্রিল সেবির পূর্ণ সময়ের সদস্য নিয়োগ করা হয় ।
লেবেল