পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা ও হাওড়া এই বড় শহর দুটি হুগলি নদীর তীরে অবস্থিত এবং বিহার রাজ্যের পাটনা ও ভাগলপুর এই শহর দুটি গঙ্গা নদীর তীরে অবস্থিত । এমন সব বড় বড় শহর গুলি কোন কোন নদীর তীরে অবস্থিত আজকে আমরা এই পোষ্টর মাধ্যমে দেখব ।
ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহরসমূহ
1) শহর - কলকাতা ও হাওড়া
নদ/নদী - হুগলি
রাজ্য - পশ্চিমবঙ্গ
2) শহর - পাটনা ও ভাগলপুর
নদ/নদী - গঙ্গা
রাজ্য - বিহার
3) শহর - জামশেদপুর
নদ/নদী - সুবর্ণরেখা
রাজ্য - ঝাড়খন্ড
4) শহর - ডিব্রুগড়, তেজপুর, গোয়াহাটি ও ধুবড়ি
নদ/নদী - ব্রহ্মপুত্র
রাজ্য - অসম
5) শহর - কটক ও সম্বলপুর
নদ/নদী - মহানদী
রাজ্য - উড়িষ্যা
6) শহর - অযোধ্যা
নদ/নদী - সরযূ
রাজ্য - উত্তর প্রদেশ
7) শহর - এলাহাবাদ
নদ/নদী - গঙ্গা-যমুনা-সরস্বতী সংগমস্থল
রাজ্য - উত্তর প্রদেশ
8) শহর - মথুরা
নদ/নদী - যমুনা
রাজ্য - উত্তর প্রদেশ
9) শহর - কানপুর, বারাণসী ও মোরাদাবাদ
নদ/নদী - গঙ্গা
রাজ্য - উত্তর প্রদেশ
10) শহর - লখনউ
নদ/নদী - গোমতী
রাজ্য - উত্তর প্রদেশ
11) শহর - মিরাট
নদ/নদী - গঙ্গা-যমুনা দোয়াব
রাজ্য - উত্তর প্রদেশ
12) শহর - আগ্রা
নদ/নদী - যমুনা
রাজ্য - উত্তর প্রদেশ
13) শহর - হরিদ্বার
নদ/নদী - গঙ্গা
রাজ্য - উত্তরাখণ্ড
14) শহর - বদ্রিনাথ
নদ/নদী - অলকানন্দা
রাজ্য - উত্তরাখণ্ড
15) শহর - মানালি
নদ/নদী - বিপাশা
রাজ্য - হিমাচল প্রদেশ
16) শহর - শ্রীনগর
নদ/নদী - বিতস্তা (ঝিলাম)
রাজ্য - জম্মু ও কাশ্মীর
17) শহর - জম্মু
নদ/নদী - তাওয়াই
রাজ্য - জম্মু ও কাশ্মীর
18) শহর - লে
নদ/নদী - সিন্ধু
রাজ্য - জম্মু ও কাশ্মীর
19) শহর - লুধিয়ানা, ভাকরা ও ফিরোজপুর
নদ/নদী - শতদ্রু
রাজ্য - পাঞ্জাব
20) শহর - সুরাট
নদ/নদী - তাপ্তি
রাজ্য - গুজরাত
21) শহর - গান্ধীনগর
নদ/নদী - সবরমতী
রাজ্য - গুজরাত
22) শহর - ভদোদরা
নদ/নদী - মাহি
রাজ্য - গুজরাত
23) শহর - আহমেদাবাদ
নদ/নদী - সবরমতী
রাজ্য - গুজরাত
24) শহর - কোটা
নদ/নদী - চম্বল
রাজ্য - রাজস্থান
25) শহর - দিল্লি
নদ/নদী - যমুনা
রাজ্য - দিল্লি
26) শহর - উজ্জয়নী
নদ/নদী - শিপ্রা
রাজ্য - মধ্যপ্রদেশ
27) শহর - জব্বলপুর
নদ/নদী - নর্মদা
রাজ্য - মধ্যপ্রদেশ
28) শহর - নাশিক
নদ/নদী - গোদাবরী
রাজ্য - মহারাষ্ট্র
29) শহর - পানাজি
নদ/নদী - মান্ডবী
রাজ্য - গোয়া
30) শহর - হায়দারাবাদ
নদ/নদী - মুসি
রাজ্য - তেলেঙ্গানা
31) শহর - নিজামাবাদ
নদ/নদী - গোদাবরী
রাজ্য - তেলেঙ্গানা
32) শহর - ঔরঙ্গাবাদ
নদ/নদী - গোদাবরী
রাজ্য - মহারাষ্ট্র
33) শহর - মহীশূর
নদ/নদী - কাবেরী
রাজ্য - কর্ণাটক
34) শহর - শ্রীরঙ্গপত্তম
নদ/নদী - কাবেরী
রাজ্য - তামিলনাডু
35) শহর - তিরুচিরাপল্লী ও থাঞ্জাভুর
নদ/নদী - কাবেরী
রাজ্য - তামিলনাডু
36) শহর - কোয়েম্বাটোর
নদ/নদী - নয়্যাল
রাজ্য - তামিলনাডু
37) শহর - নেল্লোর
নদ/নদী - পেন্নার
রাজ্য - অন্ধ্রপ্রদেশ
38) শহর - কুর্নুল
নদ/নদী - তুঙ্গাভাদ্র
রাজ্য - অন্ধ্রপ্রদেশ
39) শহর - বিজয়ওয়াড়া
নদ/নদী - কৃষ্ণা
রাজ্য - অন্ধ্রপ্রদেশ
40) শহর - মানালি
নদ/নদী - বিপাশা
রাজ্য - হিমাচল প্রদেশ
জেনে রাখা ভালো
1) গঙ্গা নদীর তীরে সবচেয়ে বেশি সংখ্যক মেট্রো শহর অবস্থিত
2) ভারতের সবচেয়ে বেশি তীর্থ শহর আছে গঙ্গার তীরে ।
লেবেল