ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে 2023

attorney general of india R. Venkataramani

অ্যাটর্ণি জেনারেল হলেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার । বর্তমানে ২০২৩ ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটরামানি R.Venkataramani হলেন ভারতের ১৬ তম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া । R.Venkataramani একজন ভারতীয় সাংবিধানিক আইনজীবী এবং ভারতের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী । তিনি বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন । 


 ভারতের অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দায়িত্ব ক্ষমতা 

সংবিধানের ৭৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য এরকম কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেল রুপে নিয়োগ করেন । অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার । তাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি । অ্যাটর্নি জেনারেল ভারতীয় শাসনতন্ত্রের একমাত্র সাংবিধানিক পদাধিকারী যিনি সাংসদ অথবা সংসদের কোনো অংশ না হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় আইনসভার উভয়কক্ষে উপস্থিত থাকতে পারেন,  যেকোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু কোন প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটাভুটির সময় তিনি ভোটদানে অংশ নিতে পারেন না। 


ভারতের অ্যাটর্নি জেনারেলের কার্যাবলী 

১) আইন সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ চাইলে, তিনি সে বিষয়ে পরামর্শ দেন ।

২) আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দিষ্ট নিয়মাবলী তিনি পালন করেন ।

৩) কোন মামলায় যদি কেন্দ্রীয় সরকার যুক্ত থাকেন তাহলে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষে ওকালতি করতে পারেন ।

৪) কোন বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি পরামর্শ চাইলে সে বিষয়ে তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন । এটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে ।


ভারতের এটর্নি জেনারেল থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তর 

1) ভারতের কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?

ANS:  ভারতে অ্যাটর্নি জেনারেল 

2) ভারতের জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?

ANS:  ভারতের রাষ্ট্রপতির দ্বারা 

3) ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক কে ?

ANS:  ভারতের অ্যাটর্নি জেনারেল 

4) ভারতের অ্যাটর্নি জেনারেল তার পদে কত দিন নিযুক্ত থাকতে পারেন ?

ANS:   ভারতের রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী 

5) ভারতের অ্যাটর্নি জেনারেলের পথ সৃষ্টি হয়েছে কিসের দ্বারা ?

ANS:  ভারতীয় সংবিধান দ্বারা 

6) অ্যাটর্নি জেনারেল নির্দিষ্ট মেয়াদের পূর্বে পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন কার কাছে ?

 ANS:   রাষ্ট্রপতির কাছে 

7) ভারত সরকারের মুখ্য আইনগত পরামর্শদাতা কে ?

ANS:  ভারতের অ্যাটর্নি জেনারেল ।