জীবন বিজ্ঞানের চলন ও গমন, রেচন এবং ছত্রাক এই বিষয় গুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর

Movement And Locomotion , Excretion , Fungus MCQ GK in Bengali

জীবন বিজ্ঞানের চলন ও গমন, রেচন এবং ছত্রাক এই বিষয় গুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর , যে প্রশ্ন গুলো আগামী সব কেন্দ্র ও রাজ্যের যেমন রাজ্য WBP, WBP SI , KP , রাজ্যের Group - D , আবগারি , PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত  চাকরির পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে সমস্ত বিষয় গুলির গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হলো । 

জীবন বিজ্ঞানের চলন ও গমন, রেচন এবং ছত্রাক এই বিষয় গুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর —

Movement And Locomotion MCQ GK in Bengali

1) গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কর ?

ANS:  ক্ল্যামাইডোমোনাস 

2) লজ্জাবতী লতার পাতার ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে বুজে যায় , এটি কি ধরনের চলন ?

ANS:  সিসমোন্যাস্টিক চলন 

3) সূর্যশিশির গাছের রোম পতঙ্গের দিকে বেঁকে যায় , এটি কী ধরনের চলন ?

ANS:  ন্যাসটিক চলন 

4) আরশোলার ক-জোড়া ডানা আছে ?

ANS:  2 জোড়া 

5) আরশোলার ক-জোড়া পা আছে ?

ANS:  3 জোড়া

6) কোন প্রাণীর বহিঃ কঙ্কাল গমনে সাহায্য করে ?

ANS: আরশোলা ও কাঁকড়া 

7) মেরুদণ্ডী প্রাণীর দেহে কত রকমের পেশী আছে ?

ANS:  3 ধরনের

8) একটি শিশুর দেহে মোট কটি অস্থি বা হাড় আছে ?

ANS:  350 টি 

9) একটি প্রাপ্তবয়স্ক মানুষের মোট কটি অস্থি বা হাড় আছে ?

ANS: 206 টি ( তরুণাস্থি ছাড়া )

10) মানবদেহের সবচেয়ে ছোট অস্থিটির নাম কী ?

ANS:  স্টেপিস ( কানে থাকে ) 

11) কোন পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে ?

ANS:  পুচ্ছ পাখনা 

12) মাছের কোন অঙ্গ মাছকে জলে ভাসতে সাহায্য করে ?

ANS:  মাছের পটকা 

13) সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কী ?

ANS:  ফ্লিপার 

14) অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে ?

ANS:  খাদ্যগ্রহণ ও গমনের সময় 

15) মানুষের মেরুদণ্ডে কত গুলি অস্থি বা হাড় আছে ?

ANS: 33 টি 

16) মানুষের শরীরে নিষ্ক্রিয় পেশী কোন টি ?

ANS:  কানের পেশী ?

17) অস্থিসন্ধিগুলি যাদের সাহায্য পরস্পর যুক্ত থাকে , সেগুলি কে কী বলে ?

ANS:  লিগামেন্ট বা অস্থিবন্ধনী 

18) মানবদেহের পাঁজরের অস্তি বা হাড়ের সংখ্যা কত ? 

ANS:  12 জোড়া বা 24 টি 

19) তখন উদ্ভিদ অঙ্গের চলন হয় বাইরের উদ্দীপকের প্রভাবে তাকে কি বলে ?

ANS:  ট্যাকটিক চলন 

20) উদ্ভিদের বিটপ আলোর দিকে এগোয় কেন ?

ANS:  ফোটোট্রপিক চলনের জন্য 

21) অ্যামিবার গমনাঙ্গের নাম কী ?

ANS:  ক্ষণপদ 

22) হাইড্রার গমনাঙ্গের নাম কী ?

ANS:  কর্ষিকা 

23) কেঁচোর গমনাঙ্গের নাম কী ? 

ANS:  সিটা 

24) মাছের গমনাঙ্গের নাম কী ?

ANS:  পাখনা 

25) পাখির গমনাঙ্গের নাম কী ? 

ANS:  পা এবং পাখনা 

26) মানুষের গমনাঙ্গের নাম কী ?

ANS:  পা 


Excretion MCQ GK in Bengali

27) কুইনাইন কীসের থেকে পাওয়া যায় ?

ANS:  সিঙ্কোনা গাছের বাকল থেকে 

28) মরফিন কীসের থেকে পাওয়া যায় ?

ANS:  আফিম গাছের কাঁচা ফলের খোসা থেকে 

29) ক্যাফিন কীসের থেকে পাওয়া যায় ?

ANS:  কফির বীজ থেকে 

30) রেসারপিন কীসের থেকে পাওয়া যায় ? 

ANS:  সর্পগন্ধা গাছের মূল থেকে 

31) চায়ের পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায় ?

ANS:  ট্যানিন 

32) বানতেল কীসের থেকে পাওয়া যায় ?

ANS:  লেবু গাছের পাতা ও ফুল থেকে 

33) টারটারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় ?

ANS:  তেঁতুলে 

34) কোন গাছ ফলমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে ? 

ANS:  লেবু , আপেল 

35) ধুতরা গাছের পাতায় কী পাওয়া যায় ?

ANS:  ডাটুরিন 

36) নিকোটিন কোথায় পাওয়া যায় ?

ANS: তামাক গাছের পাতায় 

37) বানতেল কোন শিল্পে ব্যবহৃত হয় ?

ANS:  প্রসাধনী শিল্পে 

38)  মানবদেহের প্রধান রেচন অঙ্গটির নাম কি ?

ANS:  বৃক্ষ বা কিডনি 

39) মূত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে কোথায় ?

ANS:  মূত্রাশয়ে 

40) প্রাপ্তবয়স্ক লোক দিনে কী পরিমাণ মূত্র ত্যাগ করে ?

ANS:  1.5 লিটার  বা দেড় লিটার 

41) ব্যাপন প্রক্রিয়ায় কোন প্রাণী রেচন পদার্থ ত্যাগ করে ?

ANS:  অ্যামিবা , হাইড্রা 

42) মানুষের মূত্রের প্রধান রেচন পদার্থ কী ?

ANS:  ইউরিয়া 

43) কেঁচোর প্রধান রেচন অঙ্গটির নাম কি ?

ANS:  নেফ্রিডিয়া 

44) মানুষের মূত্রে তে নাইট্রোজেন যুক্ত পদার্থ দেখা যায় তার নাম কী ?

ANS:  ইউরিয়া 

45) বৃক্ষ থেকে মূত্র মূত্রাশয়ে আশে কার মাধ্যমে ?

ANS:  গবিনীর মাধ্যমে 

46) একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রাশয়ে কতটা মূত্র সঞ্চিত থাকতে পারে ?

ANS:  ৫০০ থেকে ৮০০ মিলি লিটার 

47) তামাক গাছের পাতায় কী উপক্ষার আছে ?

ANS:  নিকোটিন 

48) রাফাইড কোথায় পাওয়া যায় ?

ANS:  কচুতে 

48) সর্পগন্ধা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায় ?

ANS: রেসারপিন 

49) বৃক্কের একককে কী বলা হয় ? 

ANS:  নেফ্রন 

50) অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?

ANS:  সংকোচন শীল গহ্বর 

51) আরশোলার রেচন অঙ্গের নাম কী ?

ANS:  ম্যালপিজিয়ান নালিকা 

52) ফিতা কৃমির রেচন অঙ্গের নাম কী ?

ANS:  শিখা কোষ ( ফ্লেম সেল )

53) কেঁচোর রেচন অঙ্গের নাম কি ?

ANS:  নেফ্রিডিয়া 

54) চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?

ANS:  সবুজ গ্রন্থি 

Fungus MCQ GK in Bengali

55) ঈস্ট থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ?

ANS:  বি-কমপ্লেক্স 

56) পেনিসিলিন কে আবিস্কার করেন ?

ANS:  বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 

57) একটি ভাইরাস ঘটিত রোগের নাম করো ?

ANS:  AIDS 

58) T4 ভাইরাসটি কী ভাইরাস ?

ANS:  ফাজ ভাইরাস 

59) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস  কী ?

ANS:  RNA যুক্ত 

60) ব্যাক্টিরিয়া ঘটিত একটি রোগের নাম করো ?

ANS:  নিউমোনিয়া 

61) পেনিসিলিয়াম কোন জাতীয় অনুজীব ?

ANS:  ছত্রাক 

62) একটি উপকারী ভাইরাসের নাম করো ?

ANS:  ব্যাকটিরিওফাজ 

63) একটি অপকারী ভাইরাসের নাম করো ?

ANS:  ইনফ্লুয়েঞ্জা 

64) ম্যালেরিয়া রোগ কার দ্বারা বাহিত হয় ?

ANS:  স্ত্রী অ্যানোফিলিস মশা 


জীবন বিজ্ঞানের সালোকসংশ্লেষ , শ্বসন , পুষ্টি ও বিপাক , উদ্ভিদের পুষ্টি , প্রানীর পুষ্টি এবং সংবহন এই বিষয় গুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন গুলো জানতে হলে নীচের লিঙ্কে Click করুন 👇👇

https://www.gkbangla.in/2021/01/Life-Science-MCQ-GK-in-Bengali%20.html