WBP 2021 রিজনিং এর যে প্রশ্ন গুলো আগামী সব কেন্দ্র ও রাজ্যের যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে WBP 2021 Reasoning Practice Set এ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হলো ।
সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।
1) সাদা : শান্তি : : লাল : ?
(A) হিংস্রতা (B) গোলাপ (C) ঘৃণা (D) পরিছন্নতা
2) আমেরিকা : কংগ্রেস : : ইরান : ?
(A) আলথিং (B) স্টরর্টিং (C) মজলিস (D) কর্তেস
3) জয় : অনুপ্রেরণা : : ব্যর্থতা : ?
(A) বিষন্নতা (B) পরাজয় (C) ক্রোধ (D) নৈরাশ্য
4) হংকং : চীন : : ভ্যাটিকান সিটি : ?
(A) রোম (B) মেক্সিকো (C) কানাডা (D) খ্রিস্টধর্ম
5) রেশম কীট : সিল্ক : : গোখরো : ?
(A) বিষাক্ত (B) বিষ (C) মৃত্যু (D) ভয়
6) জীবাণু : ব্যাধি : : যুদ্ধ : ?
(A) সৈন্য (B) পরাজয় (C) অস্ত্র (D) ধ্বংস
7) পড়াশোনা : জ্ঞান : : কাজ : ?
(A) অভিজ্ঞতা (B) বিবাহ (C) চাকরি (D) পরীক্ষা
8) চোর : বাড়ি : : জলদস্যু : ?
(A) সমুদ্র (B) জাহাজ (C) নাবিক (D) একদল নাবিক
9) পক্ষীবিশারদ : পাখি : : নৃতত্ত্ববিদ : ?
(A) উদ্ভিদ (B) পশু (C) মানবজাতি (D) পরিবেশ
10) পায়রা : শান্তি : : সাদা পতাকা : ?
(A) বন্ধুত্ব (B) জয় (C) আত্মসমর্পণ (D) যুদ্ধ
11) মেকানিক : সাঁড়াশি বিশেষ / প্লাস : : ছুতোর মিস্ত্রি : ?
(A) গাছ (B) কাঠ (C) আসবাবপত্র (D) করাত
12) ওষুধ : অসুস্থতা : : বই : ?
(A) অজ্ঞতা (B) জ্ঞান (C) লেখক (D) শিক্ষক
13) নদী : বাঁধ : : যানবাহন : ?
(A) সিগন্যাল (B) গাড়ি (C) গতি (D) গলি
14) চা : পাতা : : কফি : ?
(A) পাতা (B) বীজ (C) গাছ (D) পানীয়
15) রক্তস্বল্পতা : রক্ত : : অরাজকতা : ?
(A) বিশৃঙ্খলা (B) রাজতন্ত্র (C) সরকার (D) অনাচার
16) ব্যাংক : টাকাপয়সা : : পরিবহন : ?
(A) মালপত্র (B) রাস্তা (C) ট্রাফিক (D) বেগ
17) ব্যাডমিন্টন : কোর্টে : : স্কেটিং : ?
(A) স্টিক (B) ব্যাট (C) রিং (D) গোল
18) ঘড়ি : সময় : : থার্মোমিটার : ?
(A) তাপ (B) বিকিরণ (C) শক্তি (D) উষ্ণতা
19) অক্সিজেন : দহন : : কার্বন-ডাই-অক্সাইড : ?
(A) নির্গত (B) ফোম (C) নির্বাপণ (D) বিস্ফোরণ
20) প্যাডেল : সাইক্লিং : : দাঁড় : ?
(A) গ্লাইডিং (B) সাফিং (C) স্কেটিং (D) রোয়িং
21) গলন : তরল : : হিমায়ন : ?
(A) বরফ (B) ঘনীভবন (C) কঠিন (D) শক্তি
22) চাঁদ : উপগ্রহ : : পৃথিবী :
(A) সৌরজগৎ (B) সূর্য (C) গ্রহ (D) গ্রহাণুপুঞ্জ
23) থানা : পুলিশ : : হাসপাতাল : ?
(A) শয্যা (B) ডাক্তার (C) বিল্ডিং (D) পরিছন্নতা
24) তৃষ্ণা : জল : : ক্ষুদা : ?
(A) বস্ত্র (B) খাদ্য (C) বাতাস (D) তেল
25) চোখ : রেটিনা : : কর্ণ : ?
(A) পিনা (B) ককলিয়া (C) কর্ণকুহর (D) শ্রবণ
26) নিরক্ষরতা : শিক্ষা : : বন্যা : ?
(A) বৃষ্টি (B) সেতু (C) নদী (D) বাঁধ
27) অক্সিজেন : মানুষ : : জল : ?
(A) ব্যাং (B) মাছ (C) হাইড্রোজেন (D) খনিজ পদার্থ
28) ক্রয় : বিক্রয় : : দেওয়া : ?
(A) দোকান (B) বাজার (C) নেওয়া (D) অংশ
29) জাহাজ : সমুদ্র : : বিমান : ?
(A) ডানা (B) ওড়া (C) আকাশ (D) পাইলট
30) ফিলিপস : হল্যান্ড : : নোকিয়া : ?
(A) ইংল্যান্ড (B) চীন (C) ফিনল্যান্ড (D) সুইডেন
31) অনিদ্রা : লেড : : মিনামাটা : ?
(A) পারদ (B) তামাক (C) ক্রোমিয়াম (D) আর্সেনিক
32) আয়তন : লিটার : : শক্তি : ?
(A) জুল (B) নিউটন (C) কিলোগ্রাম (D) মিটার
33) তির : ধনুক : : ? : বন্দুক
(A) বাট (B) ট্রিগার (C) তুনীর (D) বুলেট
34) মেনিনজাইটিস : মস্তিষ্ক : : সিরোসিস :
(A) ফুসফুস (B) যকৃত (C) হৃদপিণ্ড (D) কিডনি
35) মানুষ : জীবনী : : রাষ্ট্র : ?
(A) নেতা (B) জনগণ (C) ভূগোল (D) ইতিহাস
36) ন্যাপথলিন : কাপড় : : অ্যান্টিবায়োটিক : ?
(A) শরীর (B) জীবাণু (C) রোগ (D) অনাক্রম্যতা
37) অর্কেস্ট্রা : সঞ্চালক : : দল : ?
(A) অধিনায়ক (B) সদস্য (C) ম্যানেজার (D)
প্রশিক্ষক
38) সুদ : মহাজন : : বেতন :
(A) কারিগর (B) কর্মচারী (C) জমিদার (D) মালিক
39) কয়লা : তাপ : : মোমবাতি : ?
(A) মৌমাছি (B) শক্তি (C) মোম (D) আলো
40) ফল : কলা : : স্তন্যপায়ী : ?
(A) সাপ (B) গরু (C) মাছ (D) ব্যাঙ
ANSWER
- (A) হিংস্রতা
- (C) মজলিস
- (D) নৈরাশ্য
- (A) রোম
- (B) বিষ
- (D) ধ্বংস
- (A) অভিজ্ঞতা
- (B) জাহাজ
- (C) মানবজাতি
- (C) আত্মসমর্পণ
- (D) করাত
- (A) অজ্ঞতা
- (A) সিগন্যাল
- (B) বীজ
- (C) সরকার
- (A) মালপত্র
- (C) রিং
- (D) উষ্ণতা
- (C) নির্বাপণ
- (D) রোয়িং
- (C) কঠিন
- (C) কঠিন
- (B) ডাক্তার
- (B) খাদ্য
- (B) ককলিয়া
- (D) বাঁধ
- (B) মাছ
- (C) নেওয়া
- (C) আকাশ
- (C) ফিনল্যান্ড
- (A) পারদ
- (A) জুল
- (D) বুলেট
- (B) যকৃত
- (D) ইতিহাস
- (A) শরীর
- (A) অধিনায়ক
- (B) কর্মচারী
- (D) আলো
- (B) গরু
লেবেল