বিশ্বে প্রথম পুরুষ

The first man in the world


এক নজরে দেখে নেয়া যাক বিশ্বের সব প্রথম পুরুষদেরকে । যে সব ব্যাক্তি বা পুরুষেরা বিভিন্ন সময় পৃথিবীর বুকে অসাধারণ সব আবিষ্কার বা কৃতিত্ব অর্জন করেছে , সেই সব পুরুষদের সম্পর্কে নীচে আলোচনা করা হলো ।

এক নজরে বিশ্বের প্রথম পুরুষ 


1) মাউন্ট এভারেস্ট আরোহণ কারী বিশ্বের প্রথম পুরুষ কে ছিলেন ? 

ANS:  শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি (29 মে 1953) 

2) উত্তর মেরু বিজয়ী বিশ্বের প্রথম পুরুষ কে ছিলেন ?

ANS:  ফ্রেডেরিক কুক (1908), রবার্ট এডুইন পিয়েরি (1909) 

3) দক্ষিণ মেরু বিজয়ী বিশ্বের প্রথম পুরুষ কে ছিলেন ?

ANS:  রোয়াল্ড অ্যামুন্ডসেন (নরওয়ে) 

4) আমেরিকার প্রথম রাষ্টপতির নাম কি ছিল  

ANS:  জর্জ ওয়াশিংটন 

5) গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

ANS:  রবার্ট ওয়ালপোল 

6) রাষ্ট্রসঙ্ঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন ?

ANS:  ট্রিগভি লি (নরওয়ে) 

7) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন ?

ANS:  মোহাম্মদ আলী জিন্নাহ 

8) চীনে ভ্রমণকারী প্রথম ইউরোপিয়ান কে ছিলেন ?

ANS:  মার্কোপোলো  (ইতালি) 

9) বিশ্বে প্রথম এরোপ্লেন উড়িয়ে ছিলেন কারা 

ANS:  রাইট ভ্রাতৃদ্বয় (আমেরিকা) 

10) জলপথে বিশ্বভ্রমণকারি প্রথম ব্যক্তি কে ছিলেন ?

ANS:  ফার্দিনান্দ ম্যাগেলান (পর্তুগাল) 

11) চীন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন 

ANS:  সান ইয়াৎ সেন 

12) প্রথম চাঁদে পদার্পণ কে করেছিলেন ?

ANS:  নীল আমস্ট্রং (মার্কিন যুক্তরাষ্ট্র) 21 জুলাই 1969 

13) বিশ্বের প্রথম মহাকাশচারী কে ছিলেন ?

ANS:  ইউরি গ্যাগারিন  (সোভিয়েত রাশিয়া) 

14) ভারতীয় ভূখণ্ড আক্রমণকারী প্রথম  ইউরোপিয়ান কে ছিলেন ?

ANS:  আলেকজান্ডার দ্য গ্রেট  (গ্রিস) 

15) বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে ছিলেন 

ANS:  ডেনিস টিটো  (আমেরিকা)