কন্যাশ্রী প্রকল্প || পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প 2013

কন্যাশ্রী প্রকল্প || পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প 2013

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ কন্যাশ্রী প্রকল্পকে বিশ্বসেরা প্রকল্পের শিরোপা দিয়েছে । "2017 শ্রেষ্ঠ জনপরিসেবা প্রকল্প পুরস্কার অর্জন করেছে এই প্রকল্প " (23 জুন , 2017) । কন্যশ্রী প্রকল্প সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে ।


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প 2013 


কন্যাশ্রী প্রকল্প 


(1) সূচনা :   1 অক্টোবর , 2013 সালে 


(2) রাজ্য :   পশ্চিমবঙ্গ 


(3) প্রকল্পের স্লোগান : 

' মেয়েরা আমাদের ঘরের সম্পদ , ওরা বাংলার রূপসী, ওদের নিজের পায়ে দাঁড়াতে দিন, কন্যাশ্রী কন্যাশ্রী ।


4) প্রকল্পের আওতায় আসার যোগ্যতাবলি  

(1) 2013 সালের 1 এপ্রিল বয়স 13-18 বছর (অষ্টম শ্রেণি - দ্বাদশ শ্রেণির পড়ুয়া ) হতে হবে ।

(2) পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ 20 হাজার টাকার কম হতে হবে । ( প্রতিবন্ধী ও অনাথদের ক্ষেত্রে উর্ধ্বসীমা নেই ) , 

(3) অবিবাহিতা হতে হবে 

(4) সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের পড়ুয়া হতে হবে ।


(5) প্রকল্প থেকে পাওয়া যাবে : 

(1) 18 বছর বয়স পর্যন্ত ছাত্রীরা বছরে 500 টাকা স্কলারশিপ পাবে ।

(2) 18 বছরের ওপর অবিবাহিতা ছাত্রীরা এককালীন 25000 টাকা অনুদান পাবে । 


কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে আরো জানতে নীচের লিংকে ক্লিক করুন 

https://wbkanyashree.gov.in/kp_home.php