ভারতীয় নাগরিকত্ব

Indian citizenship

ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা বর্ণিত হয়েছে ইউনাইটেড কিংডম এর সংবিধান অনুসারে । 1955 সালে ভারতীয় পার্লামেন্টে পাস হয় ভারতীয় নাগরিকত্ব আইন । 


ভারতীয় নাগরিকত্ব অর্জন 

ভারতীয় নাগরিকত্ব আইন 1955 অনুসারে যে কোন ব্যাক্তি - 

1) জন্মসূত্রে 

2)উত্তরাধিকারসূত্রে 

3)রেজিস্ট্রিকরণের মাধ্যমে 

4)দেশীয় করণের মাধ্যমে এবং 

5) ভারত ভক্তির মাধ্যমে এই পাঁচটি এর যেকোনো একটি ধারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারেন ।


ভারতীয় নাগরিকত্বের অবসান 

ভারতীয় নাগরিকত্বের অবসান সম্পর্কে উক্ত আইনে বলা হয়েছে - 

1)কোনো নাগরিক স্বেচ্ছায় তাঁর নাগরিকত্ব ত্যাগ করলে

2) অন্য কোন রাষ্ট্রের নাগরিক গ্রহণ করলে 

3) যদি অসদুপায়ে নাগরিকত্ব অর্জিত হয়েছে বলে সরকার মনে করে 

4) ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা / অনাস্থা / আনুগত্যের অভাব / অসম্মান প্রদর্শন করলে 

5) ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত শত্রু দেশের সাথে বাণিজ্য সম্পর্ক রাখলে অথবা সেই দেশকে সাহায্য করলে

6) দু বছর বা তার অধিককাল বিদেশে কারাদণ্ড ভোগ করলে

7) উপযুক্ত কারণ ছাড়া একাদিক্রমে সাত বছর দেশে অনুপস্থিত থাকলে ভারত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ নাগরিকত্বের অবসান ঘটাতে পারে ।


ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা 

1) 1985 সালে প্রথমবার সংশোধিত হয় ভারতীয় নাগরিকত্ব আইন 1955 

2) ভারতীয় নাগরিকত্ব সংশোধিত আইন 1985 অনুসারে কোন ব্যাক্তি যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন । 1950 সালের 26 শে জানুয়ারি অথবা তার পরে কিন্তু 1986 সালের 26 শে নভেম্বর এর পূর্বে অথবা ভারতীয় নাগরিক সংশোধিত আইন 1985 কার্যকর হওয়ার পরে তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব অর্জন করবেন । যদি তার জন্মের সময়ে তার পিতা ও মাতার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হন । 

3) আজ পর্যন্ত মোট দুবার সংশোধন করা হয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন প্রথমবার 1986 সালে এবং দ্বিতীয়বার 2003 সালে । 


ভারতীয় নাগরিকত্ব থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তর 

1) ভারতের সংবিধান -

ANS:  এক নাগরিকত্ব কথা বলে 

2) ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় আছে - 

ANS:  1955 সালের ভারতীয় নাগরিকতা আইনে 

3) ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্ত গুলির মধ্যে কোনটি সঠিক নয় ? 

ANS:  সম্পত্তি ক্রয়ের মাধ্যমে 

4) ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষ কে ?

ANS:  সংসদ 

5) ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে নূন্যতম কত বছর ভারতে বসবাস করতে হয় ?

ANS:  পাঁচ বছর 

6) ভারতের অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে ?

ANS:  চন্দননগর 

7) ভারতীয় নাগরিকত্ব অবসানের নিম্নলিখিত কারণ গুলির মধ্যে কোনটি সঠিক ?

ANS:  অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ