WBP 2021 প্রিলিমিনারী Exam লাস্ট মিনিট 100% কমন যোগ্য সাজেশন

WBP 2021 Preliminary Exam Last Minute 100% Common Eligible Suggestion

আগামী 26 শে সেপ্টেম্বর 2021 WBP কনস্টেবল রিকুটমেন্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে । এই প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে এই লাস্ট মিনিট সাজেশন সাহায্য করবে । তাই অবশ্যই পরীক্ষায় বসার আগে একবার এই সাজেশনটি দেখে নেয়া যাক । 


WBP 2021 প্রিলিমিনারী Exam লাস্ট মিনিট 100% কমন যোগ্য সাজেশন 


1) প্রথম অস্কার বিজয়ী ভারতীয়র নাম কি ?

ANS:  ভানু আথাইয়া 

2) ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?

ANS:  সুকুমার সেন 

3) মনিপুরী নৃত্য শিল্পীদের ব্যবহৃত পোশাক কে কি বলে ?

ANS:  কামিল 

4) রাজ্য লটারির প্রাপ্ত টাকার উপর যে কর ধার্য করা হয় তা হলো ?

ANS:  সম্পত্তি কর 

5) ভূপেন হাজারিকা কোন একাডেমির সভাপতি ছিলেন ?

ANS:  সংগীত নাটক একাডেমি 

6) কোন ভারতীয় সুপারবাগ ব্যাকটেরিয়ার আবিষ্কারক ?

ANS:  আনন্দ মোহন চক্রবর্তী 

7) বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র কোনটি ?

ANS:  জাপান 

8) নিচের কোন প্রাণীটি বিলুপ্ত হয়ে গিয়েছে ?

ANS:  ডোডো পাখি 

9) মাধ্যাকর্ষণ সূত্র কে আবিষ্কার করেছিলেন ?

ANS:  আইজাক নিউটন 

10) কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন ? 

ANS:  জব চার্নক 

11) লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন ?

ANS:  1856 সালে 

12) নিচের কোনটি সরীসৃপ নয় ?

ANS:  অক্টোপাস 

13) কত সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল ?

ANS:  1855 সালে 

14) ভারতের প্রাচীনতম পর্বত কোনটি ?

ANS:  আরাবল্লী 

15) রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেছিলেন ? 

ANS:  স্বামী বিবেকানন্দ 

16) ভগবান বুদ্ধ কোন ভাষাতে উপদেশ দিতেন ?

ANS:  পালি ভাষায় 

17) রক্ত জমাট বাঁধার জন্য যে ভিটামিন কাজ করে তার নাম কি ?

ANS:  ভিটামিন K 

18) কার্যের একক কি ?

ANS:  জুল 

19) মানুষের মুত্র হলো ?

ANS:  নিউট্রাল 

20) বিশ্বের দীর্ঘতম নদী কোনটি ?

ANS:  নীলনদ 

21) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS:  চক্রবর্তী রাজা গোপালাচারী 

22) সম বৃষ্টিপাত যুক্ত রেখাকে কি বলে ?

ANS:  আইসোহাইট 

23) LCD - এর পুরো কথাটি কি ?

ANS:  লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে 

24) জম্বু ও কাশ্মীর এর একটি জনপ্রিয় নৃত্যশৈলী কি ?

ANS:  চক্রি 

25) দইতে তে অ্যাসিড থাকে তা হল ?

ANS:  ল্যাকটিক অ্যাসিড 

26) ATM - এর পুরো কথাটি কি ?

ANS:  অটোমেটেড টেলার মেশিন 

27) হরিয়ানার পঞ্জোর কোন শিল্পের জন্য বিখ্যাত ?

ANS:  ঘড়ি 

28) খন্ড আদিবাসীরা কোন রাজ্যে আছে ?

ANS:  উড়িষ্যা 

29) সদ্যজাত শিশুর পালস প্রতি মিনিটে কতবার ?

ANS:  140 বার 

30) গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর অবস্থিত ?

ANS:  কলোরাডো 

31) গ্যাসের চাপ মাপাতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

ANS:  ব্যারোমিটার 

32) বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল কোন সম্রাট ?

ANS:  দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

33) সত্যমেভ জয়তের উৎস কি ?

ANS:  মুণ্ডক উপনিষদ 

34) কন্ঠক কার ঘোড়ার নাম ?

ANS:  গৌতম বুদ্ধ 

35) গ্লোবার লবণের রাসায়নিক নাম কি ?

ANS:  সোডিয়াম সালফেট 

36) দিন ও রাতের চলমান গাড়ির রং এর সমন্বয় কি রকম হওয়া সবচেয়ে নির্ভরযোগ্য ?

ANS:  লাল ও সবুজ 

37) দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

ANS:  ত্রিপুরাতে 

38) উড়িষ্যা থেকে উৎপন্ন হওয়া কোন নদী গোদাবরীতে মিশেছে ?

ANS:  ইন্দ্রাবতী 

39) ভারতের জাতীয় সংগীত কত সালে প্রথম গাওয়া হয় ? 

ANS:  1922 সালে 

40) ভারতের জনবহুল স্থানে ধূমপান কত সালে নিষিদ্ধ হয় ? 

ANS:  2000 সালে 

41) হিটলার কোন দেশে জন্মগ্রহণ করে ? 

ANS:  অস্ট্রিয়া 

42) কোন শহরের ডাক নাম দ্য বিগ আপেল The Big Apple ?

ANS:  নিউইয়র্ক 

43) মানুষের মহাশূন্যে অভিযান প্রথম শুরু হয় কত সালে ?

ANS:  1957 সালে 

44) লওৎস কোন দেশের বিখ্যাত ধর্মপ্রচারক ?

ANS:  চীন 

45) দক্ষিণ আফ্রিকার কোন শহরকে টেন মিনিটস সিটি বলা হয় ?

ANS:  পোর্ট এলিজাবেথ 

46) ক্যাথলিক শব্দটির অর্থ কি ?

ANS:  সর্বজনীন 

47) শুষ্ক বরফ হল ?

ANS:  কঠিন কার্বন ডাই অক্সাইড 

48) শৈবাল ও ছত্রাক সমন্বয়ে গঠিত মিথোজীবী কে কি বলে ? 

ANS:  লাইকেন 

49) বৃষ্টি মাপার যন্ত্রের নাম কি ?

ANS:  রেনগেজ 

50) বরাহমিহির কে ছিলেন ?

ANS:  একজন জ্যোতির্বিদ