রেলওয়ে Group-D জেনারেল নলেজ

রেলওয়ে Group-D জেনারেল নলেজ


 খুব শীঘ্রই রেলওয়ে গ্রুপ ডি এক্সাম শুরু হতে চলেছে। এই গ্রুপ ডি পরীক্ষায় জেনারেল নলেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পোস্টটিতে গ্রুপ ডির সবথেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হল এক নজরে দেখে নেওয়া যাক ।


রেলওয়ে Group-D জেনারেল নলেজ 

1) ' My Captive Lady'  বইটির লেখক কে ?

ANS:  মাইকেল মধুসূদন দত্ত 

2) জম্মু ও কাশ্মীরে কত সালে সংবিধান প্রবর্তিত হয় ?

ANS:  1957 সালে 

3) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেন ?

ANS:  ডিরোজিও

4) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?

ANS:  আমেদাবাদ কে 

5) 200 মিটার দীর্ঘ একটি মালগাড়ির গতিবেগের 24 কিমি/ ঘন্টা । 300 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে ?

ANS:  72 সেকেন্ড

6) প্রথম 11 টি স্বাভাবিক সংখ্যার গড় 6 হলে প্রথম 14 টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে ? 

ANS:  7.5 

7) ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি ?

ANS:  ফুলকা 

8) নওরোজ উৎসব টি কোন রাজ্যে হয় ?

ANS:  জম্বু ও কাশ্মীর 

9) মহাকুম্ভ মেলা কত বছর অন্তর হয় ?

ANS:  4 বছর

10) রামপ্রসাদ বিসমিল কোন মামলার সঙ্গে যুক্ত ?

ANS:  কাকোরি ষড়যন্ত্র মামলা 

11) কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয় ?

ANS:  ভিটামিন-D 

12) জুবিন মেহতা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে বিশেষভাবে জড়িত ?

ANS:  ভায়োলিন বা বেহালা 

13) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কত সাল থেকে শুরু হয় ?

ANS:  1978 সাল 

14) কোথায় 1857 সালের মহাবিদ্রোহের কোন প্রভাব পড়েনি ?

ANS:  মাদ্রাজে 

15) মহাবিষুব কোন দিনটিতে হয় ?

ANS:  21 মার্চ 

16) সম্প্রতি কোন দেশে গর্ভপাতকে আইন সিদ্ধ করা হলো ?

ANS:  আয়ারল্যান্ড 

17) হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো -

ANS:  ডয়টেরিয়াম 

18) সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতা কত ?

ANS:  -273 ডিগ্রী সেলসিয়াস 

19) "গজগামিনী" চিত্রটি কার আঁকা ?

ANS:  ফিদা হুসেন 

20) ইয়েলো রেভ্যুলেশন এর সঙ্গে কোনটি যুক্ত ?

ANS:  তৈলবীজ 

21) " I am loyal to English because I love self rule " কার উক্তি ? 

ANS:  বিপিন চন্দ্র পাল 

22) কাকে ই-মেইল এর জনক বলা হয় ?

ANS:  টমলিন- সন 

23) কত সালের পঞ্চায়েত ই অ্যাক্ট এর মাধ্যমে মহিলাদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ?

ANS:  1992 

24) রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন ?

ANS:  দ্বিতীয় আকবরশাহ 

25) সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে। ?

ANS:  8 মিনিট 17 সেকেন্ড 

26) আলেয়া সৃষ্টিতে দায়ী জৈব গ্যাস কি হলো কোনটি ?

ANS:  বৈকাল 

27) সাম্বার লেকটি কোথায় অবস্থিত ?

ANS:  রাজস্থান 

28) রবীন্দ্রনাথকে কে ভারত পথিক হিসাবে অভিহিত করেন ?

ANS:  রাজা রামমোহন রায় 

29) কার্বন এর শতকরা পরিমাণ সবথেকে কম থাকে কোন লোহতে ।

ANS:  পেটা লোহাতে 

30) গ্রন্থসাহেব কাদের ধর্মগ্রন্থ ?

ANS:  শিখদের

31) মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর 

ANS:  6 বছর 

32) ফরাজী শব্দের অর্থ কি ?

ANS:  আল্লাহর আদেশ 

33)  ফোবাস ও ডিমাস কোন গ্রহের উপগ্রহ ?

ANS:  মঙ্গল গ্রহের 

34) গাজর, টমেটো, পাকা পেঁপে, প্রভৃতি খাদ্য যে ভিটামিন পাওয়া যায় সেটি হল ?

ANS:  ভিটামিন A 

35) স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রীর নাম কি ?

ANS:  জনমাথাই 

36) ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান কোনটি ?

ANS:  সারস 

37) কোন বিশ্ববিদ্যালয়টি " গোলদিঘির গোলামখানা " নামে পরিচিত ?

ANS:  কলকাতা বিশ্ববিদ্যালয় 

38) সোডিয়াম কার্বনেট হল একটি ?

ANS:  শমিত লবণ 

39) হাবানা কোথাকার রাজধানী ?

ANS:  কিউবা 

40) কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক ?

ANS:  উত্তর প্রদেশ 

41) ' ঈশ্বর যদি অস্পৃশ্যতা সহ্য করেন আমি তবে কোন মতেই তাকে ঈশ্বর বলে স্বীকার করব না " উক্তিটি কার ?

ANS:  তিলক 

42) ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের বায়ুর গতি কোন দিকে ?

ANS:  ডানদিকে 

43) একটি বিষম বহুভুজের অন্তঃকোন ও বহিঃ কোনের সমষ্টি 1620 ডিগ্রি হলে উহার বাহু সংখ্যা কত হবে ?

ANS: 

44) 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ?

ANS:  কাতার 

45) মানুষের দেহের মোট শক্তির চাহিদার বেশিরভাগটাই কে সরবরাহ করে ?

ANS:  কার্বোহাইড্রেট 

46) লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত ?

ANS:  শতদ্রু 

47) কমলালেবুর শহর বলতে আমরা কোন শহরকে বুঝি ?

ANS:  নাগপুর 

48) মিতাক্ষরা বইটি কার লেখা ?

ANS:  বিজ্ঞানেশ্বর 

49) অম্লরাজ গাঢ় HNO3 এবং গাঢ় HCL এর আয়তন ভিত্তিক অনুপাত হল ?

ANS:  1:3 

50) অষ্টক সূত্রের প্রবক্তা হলেন কে ?

ANS:  নিউ ল্যান্ড