ডাল, উলার, কোল্লেরু, পুলিকট, লোকটাক, চিলকা, ভেম্বানাদ, লোনার, নৈনিতাল, ভীমতাল ও সাততাল প্রভৃতি উল্লেখযোগ্য হ্রদ গুলি ভারতে অবস্থিত । আমরা আজ এই পোস্টের মাধ্যমে এইসব উল্লেখযোগ্য হ্রদ গুলি সম্পর্কে জানব ।
ভারতের বিখ্যাত হ্রদ গুলি
1) হ্রদ - ডাল, উলার (ঝিলাম নদে অবস্থিত) , সো- মোরিরি, প্যাংগং (উলার হ্রদটি টেকটোনিক কার্যকলাপের মাধ্যমে গঠিত )
রাজ্য - জম্বু কাশ্মীর
2) হ্রদ - পিকোলা, সম্ভর, দিদওয়ানা, ফতেসাগর, পাচপত্র, পুষ্কর
রাজ্য - রাজস্থান
3) হ্রদ - কোল্লেরু
রাজ্য - অন্ধপ্রদেশ
4) হ্রদ - পুলিকট
রাজ্য - তামিলনাড়ু
5) হ্রদ - মিরিক
রাজ্য - পশ্চিমবঙ্গ
6) হ্রদ - লোকটাক
রাজ্য - মণিপুর
7) হ্রদ - চিলকা
রাজ্য - ওডিশা
8) হ্রদ - ভেম্বানাদ
রাজ্য - কেরল
9) হ্রদ- লোনার ( উল্কাপতনের ফলে গঠিত হ্রদ )
রাজ্য - মহারাষ্ট্র
10) হ্রদ - ছো-লামো
রাজ্য - সিকিম
11) হ্রদ - হুসেনসাগর
রাজ্য - তেলেঙ্গানা
12) হ্রদ - নৈনিতাল, ভীমতাল, সাততাল
রাজ্য - উত্তরাখণ্ড
লেবেল