উদ্ভিদের উপক্ষার সমূহ

Plant alkaloids

থেইন বা ক্যাফেইন চা, কফি গাছ থেকে উত্তেজক পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। নিকোটিন তামাক পাতা মাদক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় । এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদের উপক্ষার সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো । 


উদ্ভিদের উপক্ষার সমূহ 


1) উপক্ষার - থেইন বা ক্যাফেইন

    উৎস - চা, কফি 

    অর্থনৈতিক গুরুত্ব - উত্তেজক পানীয় তৈরিতে 

2) উপক্ষার - নিকোটিন 

    উৎসতামাক পাতা 

    অর্থনৈতিক গুরুত্ব - মাদক দ্রব্য তৈরিতে 

3) উপক্ষার - রেসারপিন 

    উৎস - সর্পাগন্ধা গাছের মূল 

    অর্থনৈতিক গুরুত্ব - উচ্চ রক্তচাপ কমাতে 

4) উপক্ষার - মরফিন 

    উৎস - আফিং গাছের কাঁচা ফলের ত্বক 

    অর্থনৈতিক গুরুত্ব - ব্যাথা - বেদনা উপশম ও গাঢ় নিদ্রার প্রয়োজন 

5) উপক্ষার - ডাটুরিন 

    উৎস - ধুতুরা গাছের পাতা বা ফল 

    অর্থনৈতিক গুরুত্ব - হাঁপানির ওষুধ তৈরিতে 

6) উপক্ষার - স্ট্রিকনিন 

    উৎস - নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজ 

    অর্থনৈতিক গুরুত্ব - পেটের পীড়ার ওষুধ তৈরিতে 

7) উপক্ষার - কোকেইন 

    উৎস - কোকাগাছের পাতা 

    অর্থনৈতিক গুরুত্ব - ব্যথা উপশমকারী ঔষধ তৈরিতে 

8) উপক্ষার - এমিটিন

    উৎস - ইপিকাক গাছের মূল 

    অর্থনৈতিক গুরুত্ব - পেটের সমস্যা ও বমি ভাব উদ্রেককারী 

9) উপক্ষার - ডিজিটালিন 

    উৎস - ডিজিটালিস গাছের পাতা 

    অর্থনৈতিক গুরুত্ব - হৃদপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনতে 

10) উপক্ষার - অট্রোপিন

    উৎস - বেলেডোনা গাছের ফল ও পাতা 

    অর্থনৈতিক গুরুত্ব - রক্তচাপ বৃদ্ধি এবং সিমপ্যাথেটিক স্নায়ু কে উদ্দীপ্ত করতে 

11) উপক্ষার - ট্যানিন 

    উৎস - চা গাছের পাতা 

    অর্থনৈতিক গুরুত্ব - অবসাদ দূর করতে