পশ্চিমবঙ্গ রাজ্যে আরও নতুন সাতটি জেলার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগে পশ্চিমবঙ্গে মোট ২৩ টি জেলা ছিল এরপর যদি এই সাতটি নতুন জেলা যুক্ত হয় তাহলে পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা দাঁড়াবে ৩০ টি । আজকে আমরা এই পোস্টটিতে নতুন যে সাতটি জেলার নাম কি কি জানবো ।
পশ্চিমবঙ্গের নতুন ৭ টি জেলা কি কি ?
পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সাতটি জেলা । বিষ্ণুপুর, বহরমপুর, কান্দি, সুন্দরবন, রানাঘাট, বসিরহাট, বনগাঁ ও বাগদা মিলিয়ে ইছামতি, নতুন ৭ টি জেলার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
পশ্চিমবঙ্গের নতুন ৭ টি জেলার নাম
1) বিষ্ণুপুর
2) বহরমপুর
3) কান্দি
4) সুন্দরবন
5) রানাঘাট
6) বসিরহাট
7) ইছামতি
লেবেল