32 'ল' ক্লার্ক নিচ্ছে এলাহাবাদ হাইকোর্ট

Allahabad High Court is hiring 32 'Law' Clerks

এলাহাবাদ হাইকোর্ট ৩২ জন 'ল ক্লার্ক ট্রেনি পদে নতুন ছেলেমেয়ে নিচ্ছে । কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের তিন বছরের ডিগ্রী বা আইনের পাঁচ বছরের ইন্ট্রিগেটেড ডিগ্রী কোর্স পাশরা মোট অন্তত ৫৫ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। আইনের ফাইনাল বর্ষের প্রার্থীরাও আবেদনের যোগ্য । তবে তাদের বেড়ায় এপ্রিলে ইন্টারভিউ সময় আইনের ডিগ্রী কোর্স পাশের মার্কশীট দেখাতে হবে । কম্পিউটারের ডাটা এনটি ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার পরিচালনার কাজে জ্ঞান থাকতে হবে । 


এলাহাবাদ হাইকোর্টে ৩২ ক্লার্ক 

বয়স হতে হবে ১.৭.২০২২ এর হিসাবে ২১ থেকে ২৬ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৫ হাজার টাকা । শুরুতে এক বছরের ট্রেনিং শূন্যপদঃ ৩২ টি । বিজ্ঞপ্তি নং : Advt No. 01/Law Clarks (Trainee) /23 


৩২  'ল' ক্লার্ক নিচ্ছে এলাহাবাদ হাইকোর্ট 

প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে । ইন্টারভিউ হবে এপ্রিলে, এলাহাবাদে ।

দরখাস্ত করবেন অনলাইনে একুশে মার্চের মধ্যে এই ওয়েবসাইটে www.allahabadhighcourt.in এজন্য বৈধ একটি ই - মেইল আইডি থাকতে হবে । এছাড়াও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবেন । তারপর পরীক্ষা ফি বাবদ ৩০০ টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর system generated application form প্রিন্ট করে নেবেন । আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে ।