পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি ও কি কি ২০২৪ ।

West Bengal is divided into 23 district s


হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কয়টি ও কি কি ২০২৪। তা চলো আর দেরি না করে আমরা একবার পোস্টটি দেখে নিই ।

পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি ২০২৪ 

দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গে বর্তমানে ২৩ টি জেলায় রয়েছে। সে জেলাগুলি সম্পর্কে আমরা নিজে আলোচনা করব। 

1) Alipurduar - আলিপুরদুয়ার

2) Bankura - বাঁকুড়া

3) Birbhum - বীরভূম

4) Cooch Behar - কোচবিহার

5) Dakshin Dinajpur - দক্ষিণ দিনাজপুর

6) Darjeeling - দার্জিলিং

7) Hooghly - হুগলি

8) Howrah - হাওড়া

9) Jalpaiguri - জলপাইগুড়ি

10) Jhargram - ঝাড়গ্রাম

11) Kalimpong - কালিম্পং

12) Kolkata - কলকাতা

13) Malda - মালদা

14) Murshidabad - মুর্শিদাবাদ

15) Nadia - নদীয়া

16) North 24 Parganas - উত্তর ২৪ পরগনা

17) Paschim Bardhaman - পশ্চিম বর্ধমান

18) Paschim Medinipur - পশ্চিম মেদিনীপুর

19) Purba Bardhaman - পূর্ব বর্ধমান

20) Purba Medinipur - পূর্ব মেদিনীপুর

21) Purulia - পুরুলিয়া

22) South 24 Parganas - দক্ষিণ 24 পরগনা

23) Uttar Dinajpur - উত্তর দিনাজপুর

বর্তমানে এই ২৩ টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত। কিন্তু এর পরবর্তীতে আরো সাতটা নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাতটি জেলা সম্পর্কে আমরা তাও একবার জেনে নেব । 

পশ্চিমবঙ্গের নতুন সাতটি জেলা কি কি 

1) Bishnupur - বিষ্ণুপুর

2) Baharampur - বহরমপুর

3) Kandi - কান্দি

4) Sundarban - সুন্দরবন

5) Ranaghat - রানাঘাট

6) Ichamati - ইছামতী 

7) Basirhat - বসিরহাট 

এই সাতটি নতুন জেলা গঠন হলে পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০টি ।