পৃথিবীতে মহাদেশ কয়টি ও কি কি ২০২৫

How many continents on earth and what is 2025

পৃথিবীতে মোট ৭ টি মহাদেশ রয়েছে ।  পৃথিবীর এই ৭ টি মহাদেশ সম্পর্কে আমরা জানবো 


2025 পৃথিবীতে মহাদেশ হল সাতটি 

১) এশিয়া মহাদেশ

২) আফ্রিকা মহাদেশ 

৩) উত্তর আমেরিকা মহাদেশ 

৪) দক্ষিণ আমেরিকা মহাদেশ 

৫) অ্যান্টার্কটিকা মহাদেশ 

৬) ইউরোপ মহাদেশ 

৭) ওশেনিয়া মহাদেশ 


এই সাতটি মহাদেশের মধ্যে -

=> এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ 

=> ওশেনিয়া মহাদেশ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ 

=> এশিয়া মহাদেশের পৃথিবীর ছাদ হিসাবে খ্যাত পামির মালভূমি

=> এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং চীনে অবস্থিত ।

=> পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত ।

=> পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশে অবস্থিত ।

=> পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ।

=> বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা দক্ষিণ আমেরিকার অবস্থিত ।

=> ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হল মারে ডার্লিং